Advertisement
২০ এপ্রিল ২০২৪
Nirav Modi

রোলস রয়েস থেকে পোরশে, নিলামে নীরব-চোক্সীর বিলাসবহুল গাড়ি, দর উঠল...

নিলামে উঠল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর বিলাসবহুল গাড়ি। দু’জনেই এখন ফেরার।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৬:৩১
Share: Save:
০১ ১০
নিলামে উঠল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর বিলাসবহুল গাড়ি। দু’জনেই এখন ফেরার।

নিলামে উঠল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর বিলাসবহুল গাড়ি। দু’জনেই এখন ফেরার।

০২ ১০
অনলাইনে গাড়িগুলির নিলামের আয়োজন করে মেটাল স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন। এটি একটি সরকারি সংস্থা।

অনলাইনে গাড়িগুলির নিলামের আয়োজন করে মেটাল স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন। এটি একটি সরকারি সংস্থা।

০৩ ১০
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) নীরবের ১১টি গাড়ি এবং মেহুল চোক্সীর দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে। বৃহস্পতিবার সেই গাড়িগুলিই নিলামে তোলা হয়।

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) নীরবের ১১টি গাড়ি এবং মেহুল চোক্সীর দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে। বৃহস্পতিবার সেই গাড়িগুলিই নিলামে তোলা হয়।

০৪ ১০
১৩টি গাড়ির মধ্যে ১২টি গাড়িই বিক্রি হয়ে যায়। যার মধ্যে রয়েছে নীরব মোদীর সাধের রোলস রয়েস এবং পোরশে।

১৩টি গাড়ির মধ্যে ১২টি গাড়িই বিক্রি হয়ে যায়। যার মধ্যে রয়েছে নীরব মোদীর সাধের রোলস রয়েস এবং পোরশে।

০৫ ১০
সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে নীরব মোদীর রোলস রয়েস (গোস্ট)। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ১ কোটি ৩৩ লক্ষ। কিন্তু বিক্রি হয় আরও ১০ হাজার টাকা বেশি দামে। গাড়িটির আসল দাম প্রায় ৫ কোটি টাকা।

সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে নীরব মোদীর রোলস রয়েস (গোস্ট)। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ১ কোটি ৩৩ লক্ষ। কিন্তু বিক্রি হয় আরও ১০ হাজার টাকা বেশি দামে। গাড়িটির আসল দাম প্রায় ৫ কোটি টাকা।

০৬ ১০
নিলামে ওঠা গাড়িগুলির মধ্যে ছিল চোক্সীর একটি বিএমডব্লিউ এবং একটি ইনোভা ক্রিস্টা এবং নীরবের ভাইয়ের স্কোডা সুপার্ব। বিএমডব্লিউ ও ইনোভা ক্রিস্টা বিক্রি হয় ১১ লক্ষ ৭৫ হাজার এবং ১৮ লক্ষ ৬ হাজার টাকায়।

নিলামে ওঠা গাড়িগুলির মধ্যে ছিল চোক্সীর একটি বিএমডব্লিউ এবং একটি ইনোভা ক্রিস্টা এবং নীরবের ভাইয়ের স্কোডা সুপার্ব। বিএমডব্লিউ ও ইনোভা ক্রিস্টা বিক্রি হয় ১১ লক্ষ ৭৫ হাজার এবং ১৮ লক্ষ ৬ হাজার টাকায়।

০৭ ১০
পোরশে গাড়িটি বিক্রি হয় ৫৪ লক্ষ ৬০ হাজার টাকায়। যা বেস প্রাইস ছিল সেই দামেই বিক্রি হয়েছে এই গাড়িটি।

পোরশে গাড়িটি বিক্রি হয় ৫৪ লক্ষ ৬০ হাজার টাকায়। যা বেস প্রাইস ছিল সেই দামেই বিক্রি হয়েছে এই গাড়িটি।

০৮ ১০
নিলামের তালিকায় ছিল একটি মার্সিডিজ বেন্‌জ। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা। সেটা বিক্রি হয় ৫৭ লক্ষ ৭৬ হাজার টাকায়।

নিলামের তালিকায় ছিল একটি মার্সিডিজ বেন্‌জ। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা। সেটা বিক্রি হয় ৫৭ লক্ষ ৭৬ হাজার টাকায়।

০৯ ১০
রোলস রয়েস, বিএমডব্লিউ, পোর্শে ছাড়াও নিলামের তালিকায় ছিল হন্ডা ব্রিয়ো, টয়োটা ফর্চুনা-র মতো বিলাসবহুল গাড়ি।

রোলস রয়েস, বিএমডব্লিউ, পোর্শে ছাড়াও নিলামের তালিকায় ছিল হন্ডা ব্রিয়ো, টয়োটা ফর্চুনা-র মতো বিলাসবহুল গাড়ি।

১০ ১০
যে ১২টি গাড়ি নিলামে বিক্রি হয়েছে তা থেকে মোট আয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।

যে ১২টি গাড়ি নিলামে বিক্রি হয়েছে তা থেকে মোট আয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE