রোলস রয়েস থেকে পোরশে, নিলামে নীরব-চোক্সীর বিলাসবহুল গাড়ি, দর উঠল...
২৬ এপ্রিল ২০১৯ ১৬:৩১
Advertisement
১ / ১০
নিলামে উঠল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর বিলাসবহুল গাড়ি। দু’জনেই এখন ফেরার।
২ / ১০
অনলাইনে গাড়িগুলির নিলামের আয়োজন করে মেটাল স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন। এটি একটি সরকারি সংস্থা।
Advertisement
Advertisement
৩ / ১০
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) নীরবের ১১টি গাড়ি এবং মেহুল চোক্সীর দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে। বৃহস্পতিবার সেই গাড়িগুলিই নিলামে তোলা হয়।
৪ / ১০
১৩টি গাড়ির মধ্যে ১২টি গাড়িই বিক্রি হয়ে যায়। যার মধ্যে রয়েছে নীরব মোদীর সাধের রোলস রয়েস এবং পোরশে।
Advertisement
৫ / ১০
সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে নীরব মোদীর রোলস রয়েস (গোস্ট)। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ১ কোটি ৩৩ লক্ষ। কিন্তু বিক্রি হয় আরও ১০ হাজার টাকা বেশি দামে। গাড়িটির আসল দাম প্রায় ৫ কোটি টাকা।
৬ / ১০
নিলামে ওঠা গাড়িগুলির মধ্যে ছিল চোক্সীর একটি বিএমডব্লিউ এবং একটি ইনোভা ক্রিস্টা এবং নীরবের ভাইয়ের স্কোডা সুপার্ব। বিএমডব্লিউ ও ইনোভা ক্রিস্টা বিক্রি হয় ১১ লক্ষ ৭৫ হাজার এবং ১৮ লক্ষ ৬ হাজার টাকায়।
৭ / ১০
পোরশে গাড়িটি বিক্রি হয় ৫৪ লক্ষ ৬০ হাজার টাকায়। যা বেস প্রাইস ছিল সেই দামেই বিক্রি হয়েছে এই গাড়িটি।
৮ / ১০
নিলামের তালিকায় ছিল একটি মার্সিডিজ বেন্জ। গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছিল ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা। সেটা বিক্রি হয় ৫৭ লক্ষ ৭৬ হাজার টাকায়।
৯ / ১০
রোলস রয়েস, বিএমডব্লিউ, পোর্শে ছাড়াও নিলামের তালিকায় ছিল হন্ডা ব্রিয়ো, টয়োটা ফর্চুনা-র মতো বিলাসবহুল গাড়ি।
১০ / ১০
যে ১২টি গাড়ি নিলামে বিক্রি হয়েছে তা থেকে মোট আয় হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।