Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

নির্বাচনের হিড়িকে এই গুরুত্বপূর্ণ খবরগুলি এড়িয়ে যাননি তো?

দেশের বৃহত্তম গণতন্ত্রের সাধারণ নির্বাচন বলে কথা। গত দু’মাস ধরে সেই দিকেই নজর রয়েছে সকলের।তার মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় চোখ বুলিয়ে নিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৯:৫২
Share: Save:
০১ ০৮
দেশের বৃহত্তম গণতন্ত্রের সাধারণ নির্বাচন বলে কথা। গত দু’মাস ধরে সেই দিকেই নজর রয়েছে সকলের। কিন্তু তার মধ্যে পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে। সন্ত্রাস হামলায় কোথাও প্রাণ হারিয়েছেন দু’শো মানুষ। তো কোথাও আবার সিংহাসনের নতুন দাবিদারকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। এ রকমই কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় চোখ বুলিয়ে নিন।

দেশের বৃহত্তম গণতন্ত্রের সাধারণ নির্বাচন বলে কথা। গত দু’মাস ধরে সেই দিকেই নজর রয়েছে সকলের। কিন্তু তার মধ্যে পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে। সন্ত্রাস হামলায় কোথাও প্রাণ হারিয়েছেন দু’শো মানুষ। তো কোথাও আবার সিংহাসনের নতুন দাবিদারকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। এ রকমই কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় চোখ বুলিয়ে নিন।

০২ ০৮
ঘূর্ণিঝড় ফণী: ৩ মে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগর থেকে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। আগাম সতর্কতা থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো গিয়েছে। তবে ফণীর প্রকোপে সবমিলিয়ে ৪১ জন প্রাণ হারিয়েছেন। ছবি: পিটিআই।

ঘূর্ণিঝড় ফণী: ৩ মে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগর থেকে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। আগাম সতর্কতা থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো গিয়েছে। তবে ফণীর প্রকোপে সবমিলিয়ে ৪১ জন প্রাণ হারিয়েছেন। ছবি: পিটিআই।

০৩ ০৮
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ: গত ২১ এপ্রিল, ইস্টারের সকালে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তাতে আড়াইশোর বেশি মানুষ প্রাণ হারান। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত এক দশকে এই প্রথম এমন ভয়াবহতার সাক্ষী হল ভারত মহাসাগরের উপর অবস্থিত এই ছোট্ট দেশটি। ছবি:এপি।

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ: গত ২১ এপ্রিল, ইস্টারের সকালে শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তাতে আড়াইশোর বেশি মানুষ প্রাণ হারান। ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত এক দশকে এই প্রথম এমন ভয়াবহতার সাক্ষী হল ভারত মহাসাগরের উপর অবস্থিত এই ছোট্ট দেশটি। ছবি:এপি।

০৪ ০৮
ব্ল্যাকহোল: জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ১০ এপ্রিল টেলিস্কোপে তোলা প্রথম ব্ল্যাকহোলের ছবি প্রকাশ করেন বিজ্ঞানীরা। ‘এম৮৭’ গ্যালাক্সির কেন্দ্রে ওই ব্ল্যাক হোলের ছবি তোলে ইভেন্ট হরাইজ়ন টেলিস্কোপ (ইএইচটি)। আসলে যা পৃথিবীর আটটি প্রত্যন্ত জায়গায় বেতার দূরবীন। ছবি: রয়টার্স।

ব্ল্যাকহোল: জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ১০ এপ্রিল টেলিস্কোপে তোলা প্রথম ব্ল্যাকহোলের ছবি প্রকাশ করেন বিজ্ঞানীরা। ‘এম৮৭’ গ্যালাক্সির কেন্দ্রে ওই ব্ল্যাক হোলের ছবি তোলে ইভেন্ট হরাইজ়ন টেলিস্কোপ (ইএইচটি)। আসলে যা পৃথিবীর আটটি প্রত্যন্ত জায়গায় বেতার দূরবীন। ছবি: রয়টার্স।

০৫ ০৮
নোত্র দামে অগ্নিকাণ্ড:  গত ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় প্যারিসের বিখ্যাত নোত্র দাম ক্যাথিড্রাল। আপাতত ক্যাথিড্রালটি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সেটিকে আগের চেহারায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ছবি: এপি।

নোত্র দামে অগ্নিকাণ্ড: গত ১৫ এপ্রিল অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় প্যারিসের বিখ্যাত নোত্র দাম ক্যাথিড্রাল। আপাতত ক্যাথিড্রালটি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সেটিকে আগের চেহারায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ছবি: এপি।

০৬ ০৮
সন্ত্রাসী তালিকায় মাসুদ আজহার: গত ১ মে পাকিস্তানি জঙ্গি মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। দীর্ঘদিন ধরেই তাকে নিষিদ্ধ করতে চেষ্টা চালাচ্ছিল ভারত, পুলওয়ামা হামলার পর যা জোরাল হয়। শেষমেশ আপত্তি তুলে নেয় চিনও। ছবি: রয়টার্স।

সন্ত্রাসী তালিকায় মাসুদ আজহার: গত ১ মে পাকিস্তানি জঙ্গি মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। দীর্ঘদিন ধরেই তাকে নিষিদ্ধ করতে চেষ্টা চালাচ্ছিল ভারত, পুলওয়ামা হামলার পর যা জোরাল হয়। শেষমেশ আপত্তি তুলে নেয় চিনও। ছবি: রয়টার্স।

০৭ ০৮
ইউক্রেনের রাষ্ট্রপতি: রাজনীতির ‘অ,আ,ক, খ’-ও জানতেন না। মানুষকে হাসানোই তাঁর কাজ ছিল। এ হেন কৌতুকাভিনেতা  ভোলোদিমির জেলেন্সিকেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন ইউক্রেনের মানুষ। ছবি: রয়টার্স।

ইউক্রেনের রাষ্ট্রপতি: রাজনীতির ‘অ,আ,ক, খ’-ও জানতেন না। মানুষকে হাসানোই তাঁর কাজ ছিল। এ হেন কৌতুকাভিনেতা ভোলোদিমির জেলেন্সিকেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন ইউক্রেনের মানুষ। ছবি: রয়টার্স।

০৮ ০৮
ইংল্যান্ডের সিংহাসনের নয়া দাবিদার: গত ৬ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মর্কেল, ডাচেস অব সাসেক্স। ছেলের নাম রেখেন আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসর। সিংহাসনের উপর অধিকারের নিরিখে সপ্তম স্থানে রয়েছেন এই খুদে রাজকুমার। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের সিংহাসনের নয়া দাবিদার: গত ৬ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মর্কেল, ডাচেস অব সাসেক্স। ছেলের নাম রেখেন আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসর। সিংহাসনের উপর অধিকারের নিরিখে সপ্তম স্থানে রয়েছেন এই খুদে রাজকুমার। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE