Advertisement
E-Paper

সিঁদুর অভিযান ভারতের দৃঢ় সংকল্প এবং পেশাদারি উৎকর্ষের প্রতিফলন! পাকিস্তানকে ফের নিশানা সেনাপ্রধানের

পহেলগাঁও হত্যালীলার জবাবে ৭ মে ভোরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। শুরু হয় অপারেশন সিঁদুর। ওই অভিযানে অন্তত ১০০ জঙ্গি নিহত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:০৮
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। —ফাইল চিত্র।

অপারেশন সিঁদুর ছিল এমন এক সামরিক অভিযান যা ভারতের দৃ়ঢ়প্রতিজ্ঞ মনোভাব এবং সংযমকে সুস্পষ্ট ভাবে তুলে ধরে। একই সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর নৈতিক জোর এবং পেশাদারি উৎকর্ষেরও প্রতিফলন এই অভিযান। এমনটাই জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বুধবার দিল্লিতে এনসিসি-র এক শিবিরে বক্তৃতা করেন সেনাপ্রধান। সেখানেই সিঁদুর অভিযানে ভারতের সাফল্য বর্ণনা করেন তিনি। জেনারেল দ্বিবেদীর কথায়, “অপারেশন সিঁদুর ছিল ভারতের দৃঢ় সংকল্প এবং সংযমের এক দৃষ্টান্ত। এটি আমাদের সশস্ত্র বাহিনীর নৈতিকতা এবং পেশাদারি উৎকর্ষকে তুলে ধরে। একই সঙ্গে দেশের তরুণদেরও নৈতিক জোরকে তুলে ধরে।”

সিঁদুর অভিযান নিয়ে মঙ্গলবারই পাকিস্তানকে সাবধান করে দিয়েছেন তিনি। সেনাপ্রধান স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সিঁদুর অভিযান এখনও চলছে। শত্রুপক্ষ কোনও ধরনের অনিষ্ট পাকানোর চেষ্ট করলে তার কড়া জবাব দেওয়া হবে, তা-ও স্পষ্ট করে দেন তিনি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি সন্দেহজনক কিছু ড্রোন উড়তে দেখা যায়। তার পরেই সেনাপ্রধানের এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত বছরের এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের ওই হত্যালীলায় নিহত হন ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জনই পর্যটক। এক জন ছিলেন স্থানীয় কাশ্মীরি যুবক। ওই হত্যালীলার জবাবে ৭ মে ভোরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। শুরু হয় অপারেশন সিঁদুর। ওই অভিযানে অন্তত ১০০ জঙ্গি নিহত হয়। এর পরে চার দিন ধরে সামরিক সংঘর্ষ চলে ভারত এবং পাকিস্তানের।

মঙ্গলবার ভারতীয় সেনার এক বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান জানান, গত বছরের এই অভিযান দেশের কৌশলগত পরিকল্পনাগুলিকে নতুন ভাবে সাজাতে সাহায্য করে। ইসলামাবাদ নিজেদের পারমানবিক শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে যে ভাবে রঙ চড়িয়ে কথা বলে আসছিল, তা-ও বেআব্রু করে দিয়েছে ভারতের এই সামরিক অভিযান। মঙ্গলবার বক্তৃতার সময়ে জেনারেল দ্বিবেদী এ-ও স্পষ্ট করে দেন, সিঁদুর অভিযানের সময় পাকিস্তানে স্থল অভিযানের (গ্রাউন্ড অপারেশন) জন্যও সম্পূর্ণ প্রস্তুত ছিল সেনা। পাকিস্তান যদি কোনও রকম ভুলচুক করত, তা হলে তার বড় মাসুল চোকাতে হত তাদের।

অন্য দিকে দিল্লিতেই অপর এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ স্মরণ করেন চার দশক আগে শ্রীলঙ্কায় ভারতীয় সেনার পবন অভিযানের কথা। অপারেশন পবনে ভারতীয় বাহিনীর অবদানের কথা যাতে কেউ না ভুলে যান, সেই অনুরোধ করেন তিনি। বস্তুত ওই সময়ে শ্রীলঙ্কায় শান্তি ফেরানোর জন্য ভারতীয় শান্তিরক্ষা বাহিনীকে পাঠানো হয়েছিল দ্বীপরাষ্ট্রে। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, “তৎকালানী সরকার শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর যে সিদ্ধান্তটি নিয়েছিল, তা নিয়ে বিতর্ক রয়েছে। আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু আমি বিশ্বাস করি, অপারেশন পবনে যোগ দেওয়া আমাদের প্রত্যেক জওয়ানের অবদানকে সম্মাম জানানো উচিত।”

Operation Sindoor Army Chief General Upendra Dwivedi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy