Advertisement
০৭ মে ২০২৪
National News

রোহিঙ্গারা সন্ত্রাসে জড়িত, আশ্রয় দেওয়া যাবে না: সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে হলফনামা দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রোহিঙ্গাদের অনেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। দিল্লি, জম্মু, হায়দরাবাদ-সহ বিভিন্ন এলাকায় ভারত-বিরোধী কার্যকলাপে রোহিঙ্গাদের নাম জড়িয়েছে বলে সরকারে দাবি।

অত্যাচারিত হওয়ার ভয়ে এভাবেই রোজ দেশান্তরী হচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা।ছবি:রয়টার্স।

অত্যাচারিত হওয়ার ভয়ে এভাবেই রোজ দেশান্তরী হচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা।ছবি:রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৩৬
Share: Save:

রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আইএস-এর মতো জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের খুব সহজেই কাজে লাগাতে পারে। তাঁদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথাই বলল ভারত সরকার। মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের তরফে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। রোহিঙ্গাদের ভারতে আশ্রয় না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, তার বিরুদ্ধেই এই মামলা। সুপ্রিম কোর্ট এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের জবাব তলব করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের অবশ্যই ফেরত পাঠানো উচিত।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে হলফনামা দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, রোহিঙ্গাদের অনেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। দিল্লি, জম্মু, হায়দরাবাদ-সহ বিভিন্ন এলাকায় ভারত-বিরোধী কার্যকলাপে রোহিঙ্গাদের নাম জড়িয়েছে বলে সরকারে দাবি।

আরও পড়ুন:রোহিঙ্গা প্রশ্নে ফের সঙ্কটে মোদী সরকার

মায়ানমারে অত্যাচারিত হওয়ার ভয়ে রোজ দেশান্তরী হচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। তাঁদের অধিকাংশই বাংলাদেশ আশ্রয় নিয়েছেন। কিন্তু উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ও পশ্চিমবঙ্গেও অনেক রোহিঙ্গাই আশ্রয় নিয়েছেন। ভারতে এই মুহূর্তে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন, বলছে রাষ্ট্রপুঞ্জের হিসেব। কিন্তু ভারত সরকার এই শরণার্থীদের আশ্রয় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। নতুন করে রোহিঙ্গাকে ঢুকতে দেওয়ারও প্রশ্ন নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে।

আরও পড়ুন:রোহিঙ্গাদের জন্য দরজা বন্ধ, কিন্তু নাগরিক হচ্ছেন ১ লক্ষ চাকমা-হাজং

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রোহিঙ্গাদের হয়ে মামলাটি লড়ছেন প্রখ্যাত আইজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্ট সরকারের কাছ থেকে জবাব চাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রক হলফনামা দিয়েছে। হলফনামায় লেখা হয়েছে, রোহিঙ্গারা অবৈধ ভাবে ভারতে ঢুকেছেন। এই অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া যায় না। শুধু তাই নয়, রোহিঙ্গাদের ভারতে আশ্রয় দিলে দেশের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে। এ দেশের প্রাকৃতিক সম্পদের উপর এ দেশের নাগরিকদের অধিকারই সবচেয়ে বেশি। রোহিঙ্গাদের আশ্রয় দিলে সেই অধিকারে ভাগ বসবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আদালতকে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE