Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

দেশ

মুকেশ অম্বানীর ছেলের ‘বিয়ের কার্ড’ ভাইরাল, দাম শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদন
১৪ ডিসেম্বর ২০১৭ ১২:২৬
অম্বানী মানেই ক্ষুরধার ব্যবসায়ী বুদ্ধি, ঐশ্বর্য আর বিলাসিতার অপর নাম। সেই পরিবারে ছেলের বিয়েও যে রাজকীয়ভাবেই হবে সে আর নতুন কথা কী। প্রত্যাশিতভাবেই চমক শুরু হল প্রথম থেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশ অম্বানীর বিয়ের কার্ড। মণি-মাণিক্য খচিত লাখ টাকার সেই কার্ড দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। তবে অম্বানী পরিবারের তরফে কেউ এই বিয়ে নিয়ে কোনও কথাই বলেননি।

দেশের মধ্যে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে দামী বিয়ের কার্ড। আর হবে নাই বা কেন? দেশের ধনীতম ব্যাক্তির ছেলের বিয়ে বলে কথা! তবে বিয়ে নিয়ে টুঁ শব্দ করা হয়নি অম্বানীদের তরফে।
Advertisement
খাঁটি সোনা দিয়ে তৈরি এই বিয়ের কার্ড। শুধু তাই নয়, একাধিক বহুমূল্য পাথরও খচিত রয়েছে এই কার্ডে।

শোনা যাচ্ছে, ডিসেম্বরেই নাকি বিয়ের আসর বসবে আকাশ অম্বানীর। এই মুহূর্তে রিলায়্যান্স জিও-র বোর্ড মেম্বারদের মধ্যে অন্যতম তিনি।
Advertisement
সোনা-রূপো-বহুমূল্য পাথরে মোড়া এই কার্ডের মধ্যে নিমন্ত্রপত্রের সঙ্গে রয়েছে ড্রাইফ্রুটসের সম্ভারও।

প্রতিটি কার্ডের দাম নাকি দেড় লক্ষ টাকা।

অম্বানীর ছেলের বিয়ের একটি কার্ডের খরচে বিয়ের মোট কার্ডের খরচ হয়ে যায়।

এই বিয়ের কার্ডের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মি়ডিয়ায়।

Tags: মুকেশ অম্বানীআকাশ অম্বানী