রাজস্থানের উদয়পুরে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গণধর্ষণের ঘটনায় নয়া তথ্য উঠে এল। পুলিশের এক সূত্রের খবর, ‘আফটার পার্টি’র বাহানায় ম্যানেজারকে গাড়ি তোলা হয়। তার পর তাঁকে গাড়িতেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওই সংস্থার সিইওর জন্মদিন এবং নতুন বছর উপলক্ষে এক হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল কর্মীদের জন্য। সূত্রের খবর, সেই পার্টিতে আসেন ম্যানেজারও। রাত ৯টা নাগাদ তিনি পার্টিতে পৌঁছোন। রাত দেড়টা নাগাদ পার্টি শেষ হতেই ম্যানেজার অসুস্থবোধ করতে থাকেন। তাঁকে সংস্থার অন্য কর্মীরা বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তিনি রাজিও হয়ে গিয়েছিলেন।
অভিযোগ, সেই সময় সংস্থার এগজিকিউটিভ হেড ‘আফটার পার্টি’র প্রস্তাব দেন। ঘটনাচক্রে, এগজিকিউটিভ হেড আবার সংস্থার সিইও তথা গণধর্ষণে অভিযুক্তের স্ত্রী। সেই প্রস্তাবে ম্যআনেজার একটু ইতস্তত বোধ করেন। তবে থাকার জন্য রাজি হয়ে যান। সূত্রের খবর, সংস্থার অন্য কর্মীরা একে একে চলে গেলেও ম্যানেজারকে অপেক্ষা করতে বলা হয়। তার পর তাঁকে একটি গাড়িতে তোলা হয়। সেই গাড়িতে আগে থেকেই ছিলেন সংস্থার সিইও। ম্যানেজারকে আশ্বাস দেওয়া হয়, তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হবে।
তদন্তকারী এক সূত্রের খবর, এর পর গাড়িটি একটি দোকানের সামনে গিয়ে থামে। সেখান থেকে কিছু জিনিস কেনা হয়। তার পর আবার গাড়ি চলতে শুরু করে। ম্যানেজারকে কিছু খেতে দেওয়া হয়। তাঁকে জোর করে ধূমপানও করানো হয় বলে অভিযোগ। তার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, তার পর চলন্ত গাড়িতে ম্যানেজারকে গণধর্ষণ করেন সিইও, তাঁর এক সঙ্গী। সেই সময় গাড়িতে ছিলেন সিইও-র স্ত্রীও। রাত পৌনে ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি নিয়ে ঘুরতে থাকেন অভিযুক্তেরা। এই ঘটনায় ইতিমধ্যেই সিইও-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।