Advertisement
E-Paper

মুম্বইয়ের পূর্ব দিকেই নয়া মেরিন ড্রাইভ!

এ বার মুম্বইতে গড়ে উঠবে আরও এক মেরিন ড্রাইভ। তবে তা হবে শহরের পূর্ব প্রান্তে। মুম্বই বলতেই চোখে ভেসে ওঠে মেরিন ড্রাইভের ছবি। দক্ষিণ মুম্বইয়ে সমুদ্রের পাড় ঘিরে রয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই বুলেভার্ড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৯:২৬
মুম্বইয়ের মেরিন ড্রাইভ। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের মেরিন ড্রাইভ। ছবি: সংগৃহীত।

এ বার মুম্বইতে গড়ে উঠবে আরও এক মেরিন ড্রাইভ। তবে তা হবে শহরের পূর্ব প্রান্তে।

মুম্বই বলতেই চোখে ভেসে ওঠে মেরিন ড্রাইভের ছবি। দক্ষিণ মুম্বইয়ে সমুদ্রের পাড় ঘিরে রয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই বুলেভার্ড। সন্ধ্যা নামতেই এর আশপাশ সেজে ওঠে আলোর মালায়। প্রশাসনিক স্তরে নয়া মেরিন ড্রাইভ তৈরির ভাবনা-চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও সে পরিকল্পনা রূপায়িত হতে এখনও ঢের দেরি।

মুম্বই পোর্ট ট্রাস্ট (এমবিপিটি)-এর চেয়ারম্যান সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, শহরের পূর্বে সাড়ে তিনশো একরের বিশাল এলাকা জুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলবে। শুধুমাত্র মেরিন ড্রাইভই নয়, গড়া হবে সরকারি অফিস, আবাসন, ইকোলজিক্যাল পার্ক-সহ একাধিক প্রকল্প। থাকবে সাড়ে তিনশো ইয়ট রাখার রাখার জায়গাও। পর্যটক টানতে এলিফ্যান্টা গুহা থেকে হাজি বন্দর পর্যন্ত একটি রোপওয়েও গড়া হবে।

আরও পড়ুন

নারদ প্রসঙ্গ উঠতেই মাইক বন্ধ করে দিলেন মালা, পুরসভায় ধুন্ধুমার

‘ইস্টার্ন ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্ল্যান’ নামে এই পরিকল্পনা আগামী চার মাসের শেষ করা হবে। পরিকল্পনা চূড়ান্ত হলে এক বছরের মধ্যে টেন্ডার ডাকা হবে বলেও জানিয়েছেন এমবিপিটি চেয়ারম্যান। আগামী পাঁচ-ছ’বছরের মধ্যেই শহরের পূর্ব উপকূল জুড়ে এক নতুন শহর গড়ে উঠবে বলে আশা এমবিপিটি-র।

তবে এই উন্নয়নের ফলে ওই এলাকার পরিবেশের ক্ষতি হবে না তো? প্রশ্ন তুলেছেন শহরের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ‘কনজারভেশন অ্যাকশন ট্রাস্ট’ নামে এ ধরনের এক সংস্থার এগ্‌জিকিউটিভ ট্রাস্টি দেবী গোয়েন্‌কার দাবি, পরিবেশ রক্ষার খাতিরেই শহরের পূর্ব প্রান্তে আরও খোলামেলা জায়গার প্রয়োজন। কিন্তু, একমাত্র ইকোলজিক্যাল পার্ক ছাড়া অন্য সমস্ত নির্মাণের ফলে পরিবেশের উপর প্রভাব পড়বে।

Mumbai New Marine Drive East Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy