Advertisement
০৬ মে ২০২৪
Pothole Accident

বাইকই ছিল নেশা, সেই বাইক চালাতে গিয়েই মৃত্যু হল তাঁর

মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে ভাইটি গ্রামের কাছে তখন জাগ্রুতির বাইক। সে সময় তিনি সামনের একটি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

জাগ্রুতি বিরাজ হোগলে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

জাগ্রুতি বিরাজ হোগলে। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১৭:৩০
Share: Save:

সকলে তাঁকে ‘বাইকার্নি’ বলেই চিনতেন। ভীষণ ভালবাসতেন বাইক চালাতে। কিন্তু, সেই বাইকই কেড়ে নিল জাগ্রুতি বিরাজ হোগলের প্রাণ। ভরা বর্ষায় জাতীয় সড়কের গর্ত এড়াতে গিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোতে চেয়েছিলেন, পড়ে গিয়ে তারই পিছনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ বছরের জাগ্রুতির।

মুম্বইয়ের কাসা থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার জয়প্রকাশ গুটে জানান, মহিলা বাইকারদের ক্লাব ‘দ্য বাইকার্নি’র সদস্য ছিলেন জাগ্রুতি। রবিবার সকাল ন’টা নাগাদ জাগ্রুতি এবং তাঁর বন্ধুরা বান্দ্রা থেকে জওহরের দিকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।

আরও পড়ুন: জেএনইউ-এ সেনা ট্যাঙ্ক বসুক, বললেন উপাচার্য

মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে ভাইটি গ্রামের কাছে একটি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। রাস্তার উপর বড় গর্তটা কোনও ভাবেই খেয়াল করেননি। শেষ মুহূর্তে গর্তটি নজরে আসায় তা এড়াতেও পারেননি। বাইক থেকে ছিটকে পড়ে যান। পাশে তখন ছুটন্ত ট্রাক। তারই পিছনের চাকায় পিষ্ট হয়ে যান জাগ্রুতি।

পিছনেই ছিলেন তাঁর বন্ধুরা। ছুটে গিয়ে বন্ধুকে উদ্ধার করার আগেই সব শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Mumbai Biker মুম্বই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE