প্রথমে গা পুড়ে যাওয়া জ্বর। সঙ্গে হঠাৎ শ্বাসকষ্ট। নিম্ন রক্তচাপ, মাথাব্যথা, অবসাদ, সারা ক্ষণ ঘুম ঘুম ভাব। আর ওই সব উপসর্গ দেখা যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রোগী চলে যাচ্ছেন কোমায়। ঢলে পড়ছেন মৃত্যুর কোলে।
এই ভাবেই ভয়াবহ নিপা ভাইরাসের হানায় কেরলে ৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ৮ জনকে।
কেরল সরকারের সংক্রামিত রোগ দফতরের অতিরিক্ত অধিকর্তা চিকিৎসক রীনা ওই খবর দিয়ে জানিয়েছেন, মৃত ৬ জনের মধ্যে ২ জন একই পরিবারের সদস্য। দুই ভাই। আর তাঁদের হাসপাতালে দেখতে গিয়ে তাঁদেরই এক মহিলা আত্মীয় আক্রান্ত হন ওই ভাইরাসে। পরে সেই মহিলারও মৃত্যু হয়। কোঝিকোড় মেডিক্যাল হাসপাতাল সহ কেরলের মোট ৪টি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই ভাইরাসে আক্রান্ত আরও ৮ জনকে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই ৮ জন কোনও না কোনও ভাবে মৃত ৩ জনের সংস্পর্শে এসেছিলেন।