রাফাল আক্রমণ জারি রেখে এ বার রাহুল গাঁধী সরকারি হিসেবের ‘গরমিল’ ধরিয়ে দিয়ে অভিযোগ করলেন, ‘বন্ধু’ শিল্পপতি অনিল অম্বানীকে সাহায্য করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বন্ধ করার ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী।
গত সপ্তাহে লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হ্যালকে এক লক্ষ কোটি টাকার বরাত দিয়েছে মোদী সরকার। তা নিয়ে গত কাল রাহুল চ্যালেঞ্জ করেছিলেন। আজ লোকসভায় তা নিয়ে অধিকারভঙ্গের প্রস্তাব আনে কংগ্রেস। কিন্তু এ দিন বিরোধীদের বলতে না দিয়েই নির্মলা একতরফা দাবি করেন, গত চার বছরে ২৬,৫৭০ কোটি টাকার চুক্তি করা হয়েছে হ্যালের সঙ্গে। আরও প্রায় ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।
সংসদে বলার সুযোগ না পেয়ে বাইরে বেরিয়ে নির্মলার বক্তব্যের বিরোধিতায় সরব হন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, নির্মলা যা বলেছেন, সব মিথ্যা। ৭৩ হাজার কোটি টাকা দেওয়াটা পুরোটাই ভাঁওতা। কারণ নির্মলাই বলেছেন, সে সবের প্রযুক্তিগত খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। রাহুলের দাবি, পুরনো বিমান ও কপ্টার তৈরি করে দেওয়ার পরেও হ্যালকে ১৫,৭০০ কোটি টাকা দেওয়া হয়নি। যে কারণে এখন ধার করে মাইনে দিতে হচ্ছে হ্যালকে।