আঙুল উঠছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতারণার পরে মোদীর সঙ্গে মেহুল চোক্সীর ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছিল। এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত ঋষি আগরওয়ালের সঙ্গেও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, সেই কারণেই কি রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক ও সিবিআই সক্রিয় হতে দেরি করেছে?
এই প্রশ্নের মুখে আজ খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সরকারের হয়ে মাঠে নামতে হয়েছে। নির্মলার দাবি, এ ক্ষেত্রে তিনি ব্যাঙ্ককে কৃতিত্বই দিতে চান। কারণ, সাধারণত এই ধরনের প্রতারণা চিহ্নিত করে পদক্ষেপ করতে ব্যাঙ্কের ৫২ থেকে ৫৬ মাস সময় লেগে যায়। আজ বাজেটের পরে নিয়ম মাফিক রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডের সঙ্গে বৈঠক করে নির্মলার অভিযোগ, ইউপিএ সরকারের আমলেই স্টেট ব্যাঙ্ক-সহ ২৮টি ব্যাঙ্ক থেকে নেওয়া ২২,৮৪২ কোটি টাকার ঋণ অনাদায়ী ঋণে পরিণত হয়েছিল।
শনিবার সিবিআই এবিজি গোষ্ঠীর সংস্থা এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে ২২,৮৪২ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে। গুজরাতের দহেজ ও সুরাতে এই সংস্থার কারখানা রয়েছে। সিবিআইয়ের এফআইআর-এ মূল অভিযুক্ত ঋষি কমলেশ আগরওয়াল। যিনি বেশ কয়েক বছর আগেই সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে ভারত ছেড়েছেন বলে সিবিআই সূত্রের বক্তব্য।