Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

গুজরাতে রাহুলের প্রতিশ্রুতিই ভরসা

নরেন্দ্র মোদীর রাজ্যে কংগ্রেস ক্ষমতা এলে আমজনতার জন্য তারা কী কী করবে, তার একগুচ্ছ ফিরিস্তি দিয়েছেন রাহুল।

আমদাবাদে রাহুল। ছবি সংগৃহীত

আমদাবাদে রাহুল। ছবি সংগৃহীত

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ০৮:০৮
Share: Save:

ভোটমুখী গুজরাতে গিয়ে অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গে কার্যত প্রতিশ্রুতির প্রতিযোগিতায় নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর রাজ্যে কংগ্রেস ক্ষমতা এলে আমজনতার জন্য তারা কী কী করবে, তার একগুচ্ছ ফিরিস্তি দিয়েছেন তিনি। তাতে রয়েছে কর্মসংস্থান, কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ, কৃষকদের ঋণ মকুবের মতো বহু জনমোহিনী প্রতিশ্রুতি।

গুজরাতের আমদাবাদে আজ কংগ্রেসের বুথস্তরের কর্মী সম্মেলন ‘পরিবর্তন সঙ্কল্প’ মিছিলে যোগ দেন রাহুল। ওই কর্মসূচি থেকেই তিনি কার্যত বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন। কিছু দিন আগেই খয়রাতি ও জনমোহিনী প্রতিশ্রুতি নিয়ে সরব হয়েছিলেন মোদী। খয়রাতি নিয়ে সুপ্রিম কোর্ট মামলাও চলছে। আজ গুজরাতে দাঁড়িয়ে একের পর এক জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছেন এই কংগ্রেস নেতা। বলেছেন, ‘‘গুজরাত সরকার শুধু শিল্পপতিদের ঋণ মকুব করে। কেউ কখনও শুনেছে, এই সরকার কৃষকদের ঋণ মকুব করেছে? আমরা ক্ষমতায় এলে প্রত্যেক কৃষকের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণে ছাড় দেওয়া হবে।’’

কর্মসংস্থান নিয়েও গুজরাত সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাহুল। তাঁর কথায়, ‘‘কর্মসংস্থান করে কৃষক এবং ছোট শিল্প রয়েছে যাঁদের তাঁরা। যত ক্ষণ না কৃষক ও ছোট শিল্পপতিদের সরকার গঠন হচ্ছে, তত ক্ষণ কর্মসংস্থান হবে না। গুজরাতে কংগ্রেস সরকার গড়লে ১০ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।’’

বিজেপি সরকারকে নিশানা করতে সর্দার বল্লভভাই পটেলকেও হাতিয়ার করেন রাহুল। তাঁর কথায়, ‘‘পটেলের সবচেয়ে বড় মূর্তি গড়া হয়েছে। অথচ যাঁদের জন্য সর্দার পটেল আজীবন লড়াই করে গেলেন, এই সরকার তাঁদের উপরেই আক্রমণ নামিয়ে আনছে। সরকারের কৃষি আইনের বিরুদ্ধে গোটা দেশের কৃষক পথে নামলেন, আর বিজেপি সরকার দাবি করে তারা কৃষকদের অধিকারের কথা বলছে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Congress gujrat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE