দারুব্রহ্ম জগন্নাথ আর সমুদ্রসৈকত। পুণ্যার্জন আর বিনোদনের সুবাদে পুরীর সঙ্গে হৃদয়ের সম্পর্ক কলকাতার। পরিবেশ আদালত বলছে, শ্মশানের সূত্রেও কাছাকাছি আসতে পারে এই দুই শহর। নির্দিষ্ট করে বললে কলকাতার কাছ থেকে শিখতে পারে পুরী!
পুরীর স্বর্গদ্বার শ্মশানের দূষণ ঠেকাতে কলকাতার নিমতলা শ্মশানের পথ নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত। ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় ডিভিশন বেঞ্চ জানায়, দূষণ রোধে উন্নত প্রযুক্তির ব্যবহার করে নিমতলায় নতুন কাঠের চুল্লি গড়েছে কলকাতা পুরসভা। কলকাতায় এসে সেই নতুন চুল্লি দেখে স্বর্গদ্বারের দূষণ মোকাবিলায় সেই পদ্ধতি প্রয়োগ করা উচিত পুরী পুরসভার।
পুরীতে সৈকত-বিধি ভেঙে দেদার হোটেল এবং খোলা খাবারের দোকান গড়ে উঠেছে। ভিড়ের স্বাভাবিক দূষণ তো আছেই। সেই সঙ্গে স্বর্গদ্বার শ্মশান এলাকায়, বিশেষত ওই সব হোটেল ও খাবারের দোকানে মাত্রা বাড়িয়ে চলেছে দূষণের। কাঠের চুল্লি থেকে বেরোনো ধোঁয়া ও ছাই এলাকা দূষিত করে তোলে। কয়েক বছর আগে নিমতলাতেও একই অবস্থা হতো। গত বছর কলকাতা পুরসভা ওই শ্মশানঘাটে যে-চিমনি বসিয়েছে, তাতে কাঠের চুল্লির দূষণ কমেছে। কলকাতার মেয়র-পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, কাশীপুর শ্মশানঘাটের কাঠের চুল্লি সরাতে গিয়ে এলাকাবাসীর আপত্তির মুখে পড়তে হয়েছিল। নতুন প্রযুক্তির কথা ভাবতে শুরু করেন তাঁরা। কাশীপুর শ্মশানের সাফল্যের পরে নিমতলায় চারটি, কেওড়াতলায় দু’টি চুল্লিতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।