পহেলগাঁওয়ে হামলার আগে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পারভেজ় আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার। তাঁদের এনআইএ হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল। সোমবার জম্মুর বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল তাঁদের। আদালতের নির্দেশে আরও ১০ দিন এনআইএ হেফাজতেই থাকবেন তাঁরা।
গত ২২ জুন গ্রেফতার করা হয়েছে পারভেজ় এবং বশিরকে। পরের দিন জম্মুর আদালতে হাজির করানো হয়েছিল তাঁদের। আদালত পাঁচ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠিয়েছিল তাঁদের। এর পরে হেফাজতের মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়। সোমবার সেই মেয়াদ শেষ হওয়ার পরে সোমবার আদালতে হাজির করানো হয়েছিল তাঁদের। এর পরেই নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন:
এনআইএর একটি সূত্রে বলছে, ধৃত পারভেজ় এবং বশির পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গির পরিচয় প্রকাশ করেছেন। এ-ও জানিয়েছেন, ওই তিন জঙ্গি পাকিস্তানের নাগরিক, জঙ্গি সংগঠন লসকর-এ-ত্যায়বার সদস্য। তদন্তকারীরা বলছেন, সব জেনেই জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন ধৃত পারভেজ় এবং বশির। পহেলগাঁওয়ের হিল পার্কে ‘ঢোক’ (কুড়ে)-এ থাকতে দিয়েছিলেন। ধৃতেরা তাদের খাবার, প্রয়োজনীয় জিনিস দিয়েও সাহায্য করেছিলেন বলে অভিযোগ। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। তাঁদের মধ্যে বেশির ভাগই পর্যটক।