সাম্প্রদায়িক হানাহানি নয়, দিল্লির ভাল দিকটাই লেখা থাক ইতিহাসে। আজ সিবিএসই-র ইতিহাস পরীক্ষা দিয়ে বেরিয়ে এক কথাই বলল পরীক্ষার্থীরা। ঘটনাচক্রে, তারা হিংসাদীর্ণ উত্তর-পূর্ব দিল্লিরই বাসিন্দা।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে টানা চার দিন হিংসার আগুনে জ্বলেছে রাজধানীর উত্তর-পূর্বাংশ। সেই হিংসা যেমন প্রাণ কেড়েছে, রক্ত ঝরিয়েছে, তেমনই ওলটপালট করে দিয়েছে ওই এলাকার নাগরিক জীবন। উত্তর-পূর্ব দিল্লিতে এখনও কড়া নিরাপত্তা। তার মধ্যেই আজ ওই এলাকার স্কুলগুলির গেটে উদ্বিগ্ন মা-বাবাদের ভিড়। ভিতরে তাঁদের সন্তানেরা ইতিহাস পরীক্ষা দিচ্ছে। উত্তর-পূর্ব দিল্লির পরীক্ষাকেন্দ্রগুলিতে আজ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮.৩৩ শতাংশ ছিল বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
জ়াফরাবাদের জাকির হুসেন মেমোরিয়াল স্কুলে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়া বলেছে, ‘‘রাজধানীর কী ভয়াবহ অবস্থা। কী পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিলাম, তা আজীবন মনে রাখব।’’ নাম জানাতে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর কথায়, ‘‘পরীক্ষার জন্য যে ইতিহাস পড়ি, তা আমার কাছে প্রাসঙ্গিক নয়। এখন যে ইতিহাস তৈরি হচ্ছে, তা ভয়ঙ্কর। আমি মনে করি, হিংসা-অশান্তি নয়, রাজধানী এবং দেশের ভাল দিকটাই ইতিহাসে লেখা থাকবে।’’