পঠানকোট তদন্তে পাক তদন্তকারী দল ভারতে আসার পরেও বিরোধীদের সমালোচনার মুখে পড়ল নরেন্দ্র মোদী সরকার। তবে এতে তদন্তে সুবিধে হবে বলেই মনে করছে কেন্দ্র। তাদের আশা, এর পরে একটি ভারতীয় তদন্তকারী দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে ইসলামাবাদ।
পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল নওয়াজ শরিফ সরকার। এই বিষয়ে শরিফের উপরে কিছুটা আস্থা রাখতে রাজি নরেন্দ্র মোদীও। সেই সহযোগিতার সূত্র ধরেই ভারতে এসেছে পাঁচ সদস্যের পাক দল। নেতৃত্বে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সন্ত্রাসদমন দফতরের প্রধান মহম্মদ তাহির রাই। দলের সদস্যদের মধ্যে রয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অফিসার লেফটেন্যান্ট কর্নেল তনভির আহমেদও। যে আইএসআই ভারতে পাক মদতপুষ্ট নাশকতায় যুক্ত বলে বার বার অভিযোগ করেছে দিল্লি। আজ ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সঙ্গে বৈঠক করেছেন পাক গোয়েন্দারা। মঙ্গলবার পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে যাওয়ার কথা তাঁদের।
বিরোধীদের মতে, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার প্রশ্ন, ‘‘দলে আইএসআই অফিসার রয়েছেন কেন? ওই গুপ্তচর সংস্থা যে ভারতে জঙ্গি হানায় জড়িত তার প্রমাণ তো অনেক বার পাওয়া গিয়েছে।’’ আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মতে, এ ক্ষেত্রে ভারতীয় গোয়েন্দাদের পাকিস্তানে যাওয়ার কথা। উল্টে পাক গোয়েন্দারা ভারতে আসছেন।