Advertisement
E-Paper

চরবৃত্তির জেরে ফিরে গেলেন ৬ পাক কূটনীতিক

সীমান্ত ও নিয়ন্ত্রণরেখার বারুদে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। সামরিক উত্তেজনা বিরাট ভাবে প্রভাব ফেলেছে দু’দেশের কূটনীতিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:৪২

সীমান্ত ও নিয়ন্ত্রণরেখার বারুদে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। সামরিক উত্তেজনা বিরাট ভাবে প্রভাব ফেলেছে দু’দেশের কূটনীতিতে। নয়াদিল্লিতে কর্মরত পাক হাইকমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছে ভারত। এই চাপের মধ্যেই নয়াদিল্লির পাক হাইকমিশনে কর্মরত ছ’জন পাক কূটনীতিক ভারত ছেড়ে চলে গিয়েছেন। রাতের খবর, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মীদের নিরাপত্তা ব্যহত হওয়ায় আট জন ভারতীয় কূটনীতিককে ফিরিয়ে আনতে পারে নয়াদিল্লি।

পাক-গোলার পাল্টা রণকৌশল স্থির করতে আজ সকালে রাজধানীতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি সরাসরি হুঁশিয়ারি দেন ইসলামাবাদকে। সন্ধেয় নয়াদিল্লিতে নিযুক্ত পাক ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দারকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। পাক সেনা সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করছে বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাকিস্তানকে বলা হয়েছে, তারা যেন এমন কোনও পদক্ষেপ না করে যাতে সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় শান্তিভঙ্গ হয়। কাশ্মীরের সাম্বা জেলার রামগড় ও রাজৌরিতে পাক হামলায় ৮ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা নিয়েও তীব্র ক্ষোভ জানিয়েছে নয়াদিল্লি।

পাক বাহিনী যে ভাবে সীমান্ত চৌকি ছাড়াও গ্রামগুলিকে নিশানা করছে, তার পাল্টা কৌশল কী হতে পারে, সেই বিষয়েই আলোচনা করেন মোদী ও সরকারের শীর্ষ কর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ, বিএসএফ ও গোয়েন্দা বাহিনীর কর্তারা সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন। এর পরেই দু’দিনের সফরে উরির উদ্দেশে রওনা হন প্রতিরক্ষা মন্ত্রী। তবে মঙ্গলবার রামগড় ও রাজৌরিতে ৮ জন গ্রামবাসীর মৃত্যুর পরও কিন্তু জম্মু-কাশ্মীরে হামলা থামায়নি ইসলামাবাদ। আজও দুপুর থেকে রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে গুলি শুরু হয়ে যায়।

ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানোর পাল্টা রণকৌশল কী হবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজনাথ সিংহ। তবে তাঁর মন্তব্য, ‘‘সীমান্তবর্তী সব ক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। দিল্লির তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হচ্ছে।’’ এর পর তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, ‘‘ভারত কী পদক্ষেপ করতে চলেছে, তার উত্তর আমি দেব না। দেবে প্রতিবেশী দেশ!’’ অর্থমন্ত্রী অরুণ জেটলিও ইসলামাবাদকে নিশানা করে বলেন, ‘‘পাকিস্তান জঙ্গি পাঠিয়ে ভারতকে আঘাত করে যাবে, এটা বরদাস্ত করা হবে না। এটা চালিয়ে গেলে ইসলামাবাদকে চরম মূল্য দিতে হবে।’’

বিএসএফ-এর আই জি, ডি কে উপাধ্যায় সকালের বৈঠকের পর জানিয়েছেন, ‘‘গত কয়েক দিনে পাক রেঞ্জার্স অসংখ্য বার ভারতীয় গ্রামগুলিতে পরিকল্পিত ভাবে গোলাগুলি ছুড়েছে। মর্টারের হামলা চালাচ্ছে। হামলার ধরন দেখে এটা স্পষ্ট যে পাক রেঞ্জার্সের পিছনে রয়েছে পাক সেনা।’’ পাক সেনার বেশ কিছু বাঙ্কার গুড়িয়ে দেওয়ার ভিডিও আজ প্রকাশ করেছে বিএসএফ। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে দেখে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার ৪০০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

সীমান্তের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে অন্তর্ঘাত রুখতেও সতর্কতা বাড়ানোর চেষ্টা চলছে। পাক হাইকমিশনে ভিসা বিভাগে কর্মরত মেহমুদ আখতারকে গত সপ্তাহেই চর সন্দেহে আটক করে দিল্লি পুলিশ। অভিযোগ, তাকে জেরা করে আরও কয়েক জনের নাম জানা গিয়েছে যারা পাকিস্তানে তথ্য পাচারে যুক্ত। আজ হাইকমিশনের ওই কর্মীদের পাকিস্তান ফিরিয়ে নিয়েছে বলে খবর। জেরায় মেহমুদ স্বীকার করেছিল, তারা আইএসআই-এর নির্দেশে নয়াদিল্লিতে চরবৃত্তি করতে এসেছে। মেহমুদকে আটক করার পর পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও ভারতীয় হাইকমিশনের এক জন অফিসারকে গুপ্তচর হিসাবে ঘোষণা করেছিল।

Pakistan 6 diplomats withdrawn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy