Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লস্কর জঙ্গি আনওয়ার ফইজ নিহত

৮ জানুয়ারি, ২০১৩। ভারতীয় সেনার দুই জওয়ানের ধড় থেকে মাথা আলাদা করে দিতে বিন্দুমাত্র সময় নেয়নি লস্কর-ই-তৈবার জঙ্গি আনওয়ার ফইজ। দু’বছরের মাথায় সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে ভারতীয় সেনার হাতে নিহত হল সেই জঙ্গি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ১৫:৪২
Share: Save:

৮ জানুয়ারি, ২০১৩। ভারতীয় সেনার দুই জওয়ানের ধড় থেকে মাথা আলাদা করে দিতে বিন্দুমাত্র সময় নেয়নি লস্কর-ই-তৈবার জঙ্গি আনওয়ার ফইজ। দু’বছরের মাথায় সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে ভারতীয় সেনার হাতে নিহত হল সেই জঙ্গি। ১৩ জুন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছে আনওয়ার। সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে।

সূত্রের খবর, আরও তিন জঙ্গির সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। ওই জঙ্গির দেহের পাশে একে ৪৭-এর মতো মারণাস্ত্র, তার কাটার যন্ত্র, মোবাইল এবং ভারতীয় ও পাকিস্তানি মুদ্রা পাওয়া গিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ৮ জানুয়ারি, ২০১৩-এ জম্মু-কাশ্মীরের মেন্ধার প্রদেশে ভারতীয় সেনা হেমরাজ সিংহ এবং ল্যান্স লায়েকের মুন্ডচ্ছেদের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল আনওয়ার ফইজ। যদিও প্রাথমিক ভাবে সেনার তরফে জানানো হয়েছিল, পাক বাহিনীর হামলায় নিহত হয়েছেন হেমরাজ।সে সময়ে ভারত-পাক সম্পর্কের বেশ অবনতি হয়। পরে ওই ঘটনায় আনওয়ারের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan india army jawan jammu and kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE