পতঞ্জলির হাজারো পণ্যের মধ্যে অন্যতম দাড়ি কামানোর ক্রিম। কিন্তু বলার সময় তার কথাই মনে থাকে না রামদেবের!
আজ রাজধানীতে বার্ষিক সাংবাদিক সম্মেলনে হাসতে হাসতে এ কথা জানালেন রামদেব নিজেই। বললেন, ‘‘মাথায় যার চুল নেই, তার কি মাথার তেলের বিজ্ঞাপন করা উচিত? আমারও ঠিক সেই কারণেই আমাদের তৈরি শেভিং ক্রিমের কথা মনে থাকে না!’’ তবে এখানেই না থেমে তাঁদের ক্রিমের রহস্যটাও ফাঁস করে দিয়ে বলেন, ‘‘দাড়ি কামানোর সময় নারকেল তেল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। দেখবেন বয়স থেমে রয়েছে বিশ বছরে। আপনার স্ত্রী আরও ভালবাসবেন আপনাকে!’’
সদ্য সমাপ্ত আর্থিক বছরে দশ হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা টার্নওভারের কথা ঘোষণা করে আজ ফুরফুরে মেজাজে রামদেব। আত্মবিশ্বাসে ভরপুর। বলেছেন, ‘‘নতুন বছরেও আমরা ইতিহাস গড়তে চলেছি। যখন সমস্ত বিদেশি ব্র্যান্ডগুলি ধুঁকছে, তখন আমাদের বৃদ্ধি ১০০ শতাংশ।’’ আগামী আর্থিক বছরে তাঁর পতঞ্জলির ব্যবসার পরিমাণ দ্বিগুণ বেড়ে কুড়ি হাজার কোটি টাকা ছোঁবে বলেও এ দিন আশা প্রকাশ করেছেন রামদেব। নয়ডা, তেজপুর, নাগপুর, ইন্দোর, অন্ধ্রপ্রদেশ— দেশের এই পাঁচটি প্রান্তে বিরাট মাপের পণ্য উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে তাঁর সংস্থা।