Advertisement
E-Paper

মেয়েদের আদর্শ ফিগার, শেখাচ্ছে সিবিএসই বই

দ্বাদশ শ্রেণির শারীরশিক্ষার বই। সিবিএসই বোর্ডের সেই বইয়ের কিছু বাক্যই বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।বইটির নাম ‘হেল্‌থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন’। লেখক ভি কে শর্মা। মহিলাদের ফিগার নিয়ে ওই বইটির একাধিক জায়গায় বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:১৩

দ্বাদশ শ্রেণির শারীরশিক্ষার বই। সিবিএসই বোর্ডের সেই বইয়ের কিছু বাক্যই বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বইটির নাম ‘হেল্‌থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন’। লেখক ভি কে শর্মা। মহিলাদের ফিগার নিয়ে ওই বইটির একাধিক জায়গায় বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরুষ ও মহিলাদের শারীরিক গঠনের তারতম্য বোঝাতে গিয়ে বইয়ের এক জায়গায় লেখা হয়েছে, ‘‘মেয়েদের উপযুক্ত গঠন হল ৩৬-২৪-৩৬।’’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে লেখক লিখেছেন, ‘‘কারণ মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের মতো সৌন্দর্য প্রতিযোগিতাতেও এই ফিগারই আদর্শ ধরা হয়।’’ শারীরশিক্ষার বইয়ে এমন মন্তব্য কেন লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। শুধু তা-ই নয়, বইটির এক জায়গায় লেখা, ‘‘শরীরচর্চা করলে ফিগার সুন্দর হয়।’’ আর এক জায়গায় লেখা, ‘‘৩৬-২৪-৩৬ ফিগার হঠাৎ হয় না। তার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হয়।’’

সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (এনসিইআরটি) বইটি ছাপায়নি। ছাপিয়েছে একটি বেসরকারি সংস্থা। এই বই কেন দ্বাদশ শ্রেণির পাঠ্য হবে, তা নিয়ে আপত্তি অনেকেরই। সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন অনেকেই।

Female Body Shape Female Figure Text Book Health and Physical Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy