Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

রাজৌরিতে সেনার হাতে গ্রেফতার পাক-অধিকৃত কাশ্মীরের বালক

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সীমান্তরেখায় ১২ বছরের এক পাকিস্তানি বালককে গ্রেফতার করল ভারতীয় সেনা। সন্দেহ করা হচ্ছে, অনুপ্রবেশের পথ বুঝতেই জঙ্গিরা ছেলেটিকে পাঠিয়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ১৪:১৯
Share: Save:

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সীমান্তরেখায় ১২ বছরের এক পাকিস্তানি বালককে গ্রেফতার করল ভারতীয় সেনা। সন্দেহ করা হচ্ছে, অনুপ্রবেশের পথ বুঝতেই জঙ্গিরা ছেলেটিকে পাঠিয়েছিল।

আরও পড়ুন: ধর্মীয় অসহিষ্ণুতার প্রশ্নে ভারতকে ছোবল রাষ্ট্রপুঞ্জের

সেনা সূত্রে খবর, ধৃত বালক পাক-অধিকৃত কাশ্মীরের দুঙ্গের পেল গ্রামের বাসিন্দা। তার নাম আশফাক আলি চৌহান। সে বালুচ রেজিমেন্টের এক অবসরপ্রাপ্ত সেনার ছেলে। সেনার এক মুখপাত্র জানান, আশফাককে নওশেরা সেক্টরের কাছে শুক্রবার সন্ধ্যায় ভারতের সীমান্তরেখায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন প্রহরারত জওয়ানরা। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর গ্রেফতার করা হয় বলে সেনা সূত্রে জানানো হয়েছে। জেরায় আশফাক জানিয়েছে, সে পাক-অধিকৃত কাশ্মীরের ডাঙ্গের পেল গ্রামে থাকে। ভারতের সীমান্তরেখায় কী ভাবে এল, সেটা স্পষ্ট ভাবে জানাতে পারেনি। আর এখানেই সন্দেহ হয় সেনার। তাদের দাবি, পাক সেনার সঙ্গে সাঁট করে জঙ্গিরা ছেলেটিকে অনুপ্রবেশের রাস্তা খুঁজতে পাঠিয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, আরও তদন্তের জন্য আশফাককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

কিছু দিন আগেই সীমান্তরেখা পেরিয়ে দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ করে লস্কর জঙ্গিরা। তার পর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পাক সেনার মদত জোগানোর অভিযোগ তুলেছে ভারত। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army Infiltration LoC Rajouri PoK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE