গাজ়ায় ‘গণহত্যা’ চলছে! মঙ্গলবার এমনই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এই হত্যাকাণ্ডের জন্য ইজ়রায়েলকে দায়ী করলেন কংগ্রেস নেত্রী। শুধু তা-ই নয়, গাজ়ায় ইজ়রায়েলি হামলা এবং তাতে শত শত প্যালেস্টাইনির মৃত্যুর ঘটনায় ভারত সরকার ‘নীরব’, এমন অভিযোগ করেছেন তিনি।
গাজ়ায় ইজ়রায়েলি হামলায় পাঁচ সাংবাদিকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ব কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই বিষয় উল্লেখ করে প্রিয়ঙ্কা দীর্ঘ পোস্ট করেন সমাজমাধ্যমে। তিনি লেখেন, ‘‘আল জাজ়িরার পাঁচ জন সাংবাদিককে ঠান্ডা মাথায় হত্যা প্যালেস্টাইনের মাটিতে আর একটি জঘন্য অপরাধ।’’ কংগ্রেস নেত্রীর আক্রমণ, ‘‘যে হেতু গণমাধ্যমের বেশির ভাগই ক্ষমতা এবং বাণিজ্যের দাসত্বে সীমাবদ্ধ, সেই বিশ্বে এই সাহসী কিছু মানুষ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত সাংবাদিকতা কী! মৃত সাংবাদিকদের কাজ এবং সাহসকে কুর্নিশ।’’
শুধু একটি পোস্ট নয়, গাজ়া, গাজ়ার অবস্থা, ইজ়রায়েলি হামলা এবং ভারতের অবস্থান নিয়ে একাধিক পোস্ট করেন প্রিয়ঙ্কা। তাঁর অভিযোগ, ‘‘ইজ়রায়েল গণহত্যা চালাচ্ছে। তারা ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, তাঁদের মধ্যে ১৮,৪৩০ জন শিশু ছিল। পাশাপাশি শত শত মানুষকে অনাহারে মারছে। লক্ষ লক্ষ মানুষ অপুষ্টি এবং অনাহারের শিকার।’’
গাজ়ার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থানের নিন্দা করেছেন প্রিয়ঙ্কা। তাঁর দাবি, ‘‘এটা লজ্জাজনক যে প্যালেস্টাইনিদের উপর যখন ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকার চুপ করে আছে।’’ কংগ্রেস নেত্রী আরও দাবি করেন, নীরবতার মাধ্যমে এই ধরনের অপরাধগুলিকে শক্তিশালী করাও একটি অপরাধ!
প্রিয়ঙ্কার এক্স পোস্ট নিয়ে ভারত সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে কংগ্রেস নেত্রীর বক্তব্যের নিন্দা করেছেন ইজ়রায়েলি দূতাবাসের রাষ্ট্রদূত রিউভেন আজ়ার। তাঁর দাবি, ২৫ হাজারের বেশি হামাসপন্থীকে হত্যা করেছে ইজ়রায়েল। রিউভেন অভিযোগ, হামাস নেতারা সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থাকার জঘন্য কৌশল নিয়েছে। অনাহার বা গাজ়া অবরোধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ইজ়রায়েলি দূতাবাসের রাষ্ট্রদূত। তাঁর দাবি, ‘‘গাজ়ায় ২০ লক্ষ টন খাদ্য সরবরাহ করেছে ইজ়রায়েল। কিন্তু হামাস সেই সব খাবার এবং মানবিক সাহায্য আটকে রাখছে, ফলে গাজ়ায় অনাহারের সৃষ্টি হচ্ছে। রিউভেন বলেন, ‘‘গত ৫০ বছরে গাজ়ার জনসংখ্যা ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে কোনও গণহত্যা হয়নি।’’
শুধু প্রিয়ঙ্কা নন, বিশ্বের নানা প্রান্ত থেকে গাজ়ায় সাংবাদিকদের উপর ইজ়রায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস জানিয়েছেন, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্যালেস্টাইনকে ওই স্বীকৃতি দেওয়া হবে।