কেন্দ্রের সংঘর্ষবিরতির মাঝেই ফের উত্তাল কাশ্মীর। চলল সিআরপিএফ-এর গাড়ি ভাঙচুরের চেষ্টা, ইটবৃষ্টি। উত্তেজিত জনতার হাত থেকে পালাতে গিয়ে তিন জনকে গাড়ি চাপা দিলেন চালক। জখমদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাশ্মীর সফরের দিন কয়েক আগে শ্রীনগরের এই ঘটনায় নতুন করে তেতে উঠেছে ভূস্বর্গ।
জানা গিয়েছে, এক পদস্থ অফিসারকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে শুক্রবার বিকালে যখন সিআরপিএফ-এর জিপ ফিরে আসছিল, সেই সময় শ্রীনগরের নাওহাট্টা এলাকায় তা বিক্ষোভকারীদের সামনে পড়ে যায়। এর পর চরমে ওঠে উত্তেজনা।
সেনা সূত্রে দাবি করা হয়েছে, মুহূর্তে গাড়িটি ঘিরে শুরু হয় ইটবৃষ্টি। এলাকা ছেড়ে পালানোর জন্য চালক দ্রতবেগে গাড়ি চালালে, চাপা পড়েন তিন বিক্ষোভকারী। এক জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে না পড়তেই শুরু হয়ে যায় বিক্ষোভ। রমজান মাসে জম্মু-কাশ্মীরে সেনা অভিযান বন্ধ করে শান্তির বার্তা দিয়েছিল কেন্দ্র। কিন্তু নাওহাট্টার ঘটনা যেন সেই উদ্যোগকে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখে।