Advertisement
১৯ মে ২০২৪

থামছে না কর্তারপুর উদ্যোগ

নয়াদিল্লির বক্তব্য, এই করিডর চালু করার দাবিটি দীর্ঘদিনের।

গুরুদ্বার দরবার সাহিব করতারপুর।—ফাইল চিত্র।

গুরুদ্বার দরবার সাহিব করতারপুর।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৩:১৩
Share: Save:

পুলওয়ামা হামলা ও বালকোট অভিযানের জেরে দু’দেশের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হলেও কর্তারপুর-দৌত্য অব্যহত থাকছে। বিদেশ মন্ত্রক আজ এক বিবৃতিতে বলেছে, ‘‘কর্তারপুর করিডর’ চালু করার লক্ষ্যে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধি দলের প্রথম বৈঠকটি হবে ১৪ মার্চ অটারী-ওয়াঘা সীমান্তে। ভারতের মাটিতে।’’ ভারত থেকে সহজে পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান গুরুদ্বার দরবার সাহিবে যাওয়ার জন্য কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল কয়েক মাস আগে।

নয়াদিল্লির বক্তব্য, এই করিডর চালু করার দাবিটি দীর্ঘদিনের। পুলওয়ামা হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মেঘ ঘনিয়েছিল এই প্রকল্প নিয়ে। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে না উঠলে বন্ধ হবে না এই করিডর রূপায়ণের কাজ। এ পর্যন্ত স্থির রয়েছে, ১৪ তারিখ আলোচনার পরে ২৮ মার্চ ভারতের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। তার পরে প্রকল্পের খসড়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kartarpur Initiative India Pakistan Diplomacy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE