Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সমানে সমানে লড়াই চাইছে রাঁচীর ‘গুলাবি গ্যাং’

কার্যত ছোঁ মেরে এক মহিলা যাত্রীকে তুলে নিয়ে যাচ্ছিলেন এক অটোচালক। সেই অটোর সামনে দাঁড়িয়ে পড়লেন গোলাপি পোশাক পড়া এক মহিলা। রাঁচীর ‘গুলাবি গ্যাং’-এর সদস্য। রীতিমতো আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়লেন, ‘‘এ ভাবে যাত্রী ছিনতাই করা চলবে না। এই যাত্রী আমার।’’ পুরুষ অটোচালকও ওই যাত্রীকে ছেড়ে দিতে রাজি নন। শুরু হল ঝগড়া।

টক্কর: পুরুষদের সঙ্গে পাল্লা দিয়েই রাজপথে মহিলা অটোচালকেরা। মঙ্গলবার রাঁচীতে। —নিজস্ব চিত্র

টক্কর: পুরুষদের সঙ্গে পাল্লা দিয়েই রাজপথে মহিলা অটোচালকেরা। মঙ্গলবার রাঁচীতে। —নিজস্ব চিত্র

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৪:১৯
Share: Save:

কার্যত ছোঁ মেরে এক মহিলা যাত্রীকে তুলে নিয়ে যাচ্ছিলেন এক অটোচালক। সেই অটোর সামনে দাঁড়িয়ে পড়লেন গোলাপি পোশাক পড়া এক মহিলা। রাঁচীর ‘গুলাবি গ্যাং’-এর সদস্য। রীতিমতো আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়লেন, ‘‘এ ভাবে যাত্রী ছিনতাই করা চলবে না। এই যাত্রী আমার।’’ পুরুষ অটোচালকও ওই যাত্রীকে ছেড়ে দিতে রাজি নন। শুরু হল ঝগড়া।

অটো চালানোর মতো পুরুষ-প্রধান এই পেশায় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ এই মহিলা অটো চালকরা। পুরুষরা একটা হুমকি দিলে পাল্টা-হুমকি দিতে ছাড়েন না ওঁরা। যদিও ওরা জানেন, লড়াইটা অখনও অ-সম। কারণ পুরুষরা ১৫০।
মেয়েরা ৫০।

রাঁচী মেন রোডের বিদ্যাপতি চকের (বিগবাজার মোড়) সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে কালো ও সবুজ অটো। আর এই অটোগুলির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে ‘গুলাবি’ অটো। রেনু, বিনীতা, শোভারা সারাদিন ধরে পুরুষ অটো চালকদের সঙ্গে যাত্রী তোলার প্রতিযোগিতা চালায়।

রেনুর কথায়, ‘‘যাত্রী টানার এই প্রতিযোগিতায় তাঁরা কাউকেই পরোয়া করেন না। সে যদি তাঁর স্বামী হন তাকেও নন।’’ সুনীতার স্বামী রাজাও এই বিদ্যাপতি চক-আরগোড়া চক রুটে অটো চালায়। যাত্রী তোলা নিয়ে অটো স্ট্যান্ডে স্বামীর সঙ্গেও ঝগড়া হয়েছে সুনীতার। সুনীতা বলেন, ‘‘আমাদের ‘গুলাবি অটো’ হল লেডিস স্পেশাল। সেখানে মহিলা যাত্রীরাই শুধু বসেন। সেখানেও কেন ভাগ বসাবে ওরা?’’

আরেক অটো চালক শোভাদেবী বলেন, ‘‘আমাকে তো শুধু অটো চালালেই হয় না। ছেলেক স্কুলে দেওয়া, নেওয়া করি এই অটোতে করেই। বাজার করি অটো চালিয়ে। তারপর স্ট্যান্ডে আসি।’’ শোভাদেবীর প্রশ্ন, ‘‘এতো দায়িত্ব বাড়ির পুরুষদের নিতে হয়?’’ রেনুদেবী বক্তব্য, ‘‘আমরা যারা এই অটো চালানোর পেশায় এসেছি তাদের প্রত্যেকের বাড়িতে গুরুতর সমস্যা রয়েছে। কেউ বিধবা, কারও স্বামী কঠিন রোগে ভুগছেন, কারও বাবা মরণাপন্ন, কারও বা স্বামী মদ্যপ।’’ তাঁরা বাড়তি সুবিধা চান না। চান, ছেলেদের সঙ্গে এই প্রতিযোগিতা সমানে সমানে হোক।

আগামী কাল আন্তর্জাতিক মহিলা দিবস। গুলাবি অটোর ৫০ জন চালক আরগোড়া চকে এক অনুষ্ঠান করে শপথ নেবেন বলে ঠিক করেছেন। তাঁদের দাবি, শুধু লেডিস স্পেশাল নয়, তাদের অটোয় সব ধরনের যাত্রী তুলতে দিতে হবে। তাঁদেরও বিদ্যাপতি চকে ১৫০ টা অটো রাখতে দিতে হবে। আরও বেশি রুটে পারমিট দিতে হবে তাঁদের। তাঁরা ছড়িয়ে পড়তে চান সারা রাঁচীতে।

তবেই না জমবে প্রতিযোগিতা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gulabi Gang Ranchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE