মারা গেলেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিংহ। তাঁর বয়স হয়েছিল ৬৪। দীর্ঘ দিন ধরেই তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। সেই সংক্রান্ত চিকিৎসা করাতেই গত মার্চে সিঙ্গাপুরের একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। শনিবার সেই হাসপাতালেরই আইসিইউ-তে অমর সিংহের মৃত্যু হয়।
এ দিন সকালেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অমর। স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষাবিদ বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি একটি টুইটও করেন। তিলককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি দেশবাসীকে ইদের শুভেচ্ছাও জানান। তার কয়েক ঘণ্টা পরেই প্রসার ভারতীর তরফে জানানো হয়, অমর সিংহ আর নেই। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘ দিন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা ছিলেন অমর। দলের সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সর্বজনবিদিত ছিল। ১৯৯৬ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন অমর সিংহ। সমাজবাদী পার্টির সাংসদ। তার পর ২০০২ এবং ২০০৮ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১০ সালে দল থেকে অমরকে বহিষ্কার করা হয়। পরে ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় নির্বাচিত হন অমর। তবে তাঁকে সমর্থন করেছিল সমাজবাদী পার্টি।