নজিরবিহীন ম্যালওয়্যারের শিকার সমগ্র ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া। হানা দিয়েছে ‘র্যানসমওয়্যার।’ এ বার ভারতেও ঢুকে পড়ল র্যানসমওয়্যার। অন্ধ্রপ্রদেশ পুলিশের প্রায় ১০০টি কম্পিউটার এই ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)-এর ডিরেক্টর জেনারেল গুলশন রাই র্যানসমওয়্যার হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘অন্ধ্রপ্রদেশ পুলিশের ১০২টি কম্পিউটার র্যানসমওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই মেশিনগুলিতে মূলত উইন্ডোজ সিস্টেম রয়েছে। এই ঘটনা সামনে আসতেই ব্যবস্থা নেওয়ার জন্য আপৎকালীন ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে।’’
আরও পড়ুন: দুনিয়া কাঁপিয়ে বেনজির সাইবার হামলা! ‘মুক্তিপণ’ দিলেই খুলবে কম্পিউটার