এক দিকে অনেক ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী। অন্য দিকে আইআইটি, এনআইটি, আইআইআইটিগুলিতে হাজার হাজার পদ ফাঁকা পড়ে রয়েছে। এ ব্যাপারে শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
চিঠি লিখে তিনি রাষ্ট্রপতিকে জানান, ‘জয়েন্ট সিট অ্যালোকেশন কমিটি’র ৬ দফা কাউন্সেলিং-এর মাধ্যমে সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর পরও সব বিভাগ মিলিয়ে ফাঁকা আসনের সংখ্যা অন্তত ৪ হাজার। তাঁর আর্জি, একটি স্পেশাল কাউন্সেলিংয়ের আয়োজন করা হোক। যে সব মেধাবী ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পায়নি, তারা তাতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবে।
গত বারও যে একই পরিস্থিতি দেখা গিয়েছিল এবং পরে স্পেশাল কাউন্সেলিং হয়, সে কথাও তিনি রাষ্ট্রপতিকে জানান। সুস্মিতা জানান, এ বার সিট অ্যালোকেশন কমিটি বিরোধিতা করছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও চুপ করে বসে। তাঁর সমস্ত আসন পূর্ণ করার মতো প্রক্রিয়া উদ্ভাবন করা সরকারেরই উচিত। এর আগে এ বারের জন্য স্পেশাল কাউন্সিলকেই একমাত্র উপায় বলে মনে করছেন। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ১৫ অগস্টের সময়সীমা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে, এই কথার উল্লেখ করে তিনি সমাধানসূত্রও বাতলে দেন। সুস্মিতাদেবী বলেন, ‘‘কেন্দ্র সর্বোচ্চ আদালতে পরিস্থিতি বুঝিয়ে বলে আবেদন জানালে সেটি মঞ্জুর না হওয়ার কথা নয়।’’