দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়ককে। একই সঙ্গে এই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশ, সিবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানকে। শীর্ষ আদালতের বক্তব্য, ‘‘বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এই অভিযোগ এতটাই গুরুতর, যে তাঁর নির্দিষ্ট তদন্ত হওয়া প্রয়োজন।’’
ঘটনার শুরু দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকে। এর পরই উৎসব বইন্স নামের এক আইনজীবী অভিযোগ করেন, প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করতে ‘ষড়যন্ত্র’ চলছে। এই ষড়যন্ত্রের অংশ হয়ে ওঠার জন্য তাঁকে দেড় কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি। ষড়যন্ত্রের সমস্ত তথ্যপ্রমাণ-সহ আদালতে একটি হলফনামাও জমা দেন তিনি। সেই অভিযোগই আজ খতিয়ে দেখে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিম্যান এবং বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চ। এর পরই অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়েকের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত।
যদিও এই তদন্তের সঙ্গে প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্তের কোনও যোগ থাকবে না এবং দু’টি তদন্ত আলাদা ভাবে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তে বিচারপতি ববদের নেতৃত্বে তিন সদস্যের অন্য একটি প্যানেল ইতিমধ্যেই তৈরি করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে নোটিস পাঠানো হয়েছে অভিযোগকারিণীকে।