Advertisement
১৭ মে ২০২৪

বাঙালি গ্রামে হামলা রিয়াংদের

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে বাঙালি-প্রধান গ্রামে হামলার অভিযোগ উঠল রিয়াং শরণার্থী শিবিরের কয়েক জন যুবকের বিরুদ্ধে। গত কাল ঘটনাটি ঘটে কাশীরামপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ১৪-১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০৩:০৭
Share: Save:

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে বাঙালি-প্রধান গ্রামে হামলার অভিযোগ উঠল রিয়াং শরণার্থী শিবিরের কয়েক জন যুবকের বিরুদ্ধে। গত কাল ঘটনাটি ঘটে কাশীরামপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ১৪-১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কারও প্রাণহানি হয়নি। আক্রান্ত ২০টি পরিবারের ৯২ জন সদস্য জেলা পুলিশের শিবিরে আশ্রয় নিয়েছেন। উত্তর ত্রিপুরার জেলাশাসক সন্দীপ এন মাহাত্ম্যে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্রপাত উপজাতি যুবক বৃহুরাম রিয়াংয়ের মৃত্যুকে কেন্দ্র করে। বৃহুরাম রিয়াং শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। অভিযোগ, ক’দিন আগে কাশীরামপুরের একটি পুকুরে মাছ ধরতে গেলে তাঁকে মারধর করা হয়। জখম ওই যুবক হাসপাতালে গিয়েছিলেন। শনিবার হাসপাতালের চত্বরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

জেলার ডেপুটি পুলিশ সুপার নন্দলাল দাস জানান, রিয়াং শরণার্থী শিবিরের কয়েক জন ভেবেছিল, অ-উপজাতিদের আক্রমণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। গুজবে শরণার্থী শিবিরে কাল উত্তেজনা ছড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bengali village attacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE