Advertisement
E-Paper

স্পিকারকে জবাব দেননি ফেরার রুমি, পুলিশ হেফাজতে স্বামী

তিন দিনের জন্য বিধায়ক রুমি নাথের স্বামী (বতর্মানে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে) জ্যাকি জাকিরকে নিজেদের জিম্মায় নিল গুয়াহাটি পুলিশ। এ দিকে, কুখ্যাত গাড়ি চোর অনিল চৌহানকে বিধানসভার কার পাস দেওয়ায় রুমির কাছে ব্যাখ্যা চেয়ে বিধানসভার স্পিকার যে চিঠি দিয়েছিলেন আজ ছিল তার জবাব দেওয়ার শেষ দিন। কিন্তু গ্রেফতারির ভয়ে কার্যত পলাতক বিধায়ক স্পিকারের নোটিশেরও এখনও জবাব দেননি।

রাজীবাক্ষ রক্ষিত

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৫ ০৩:১০

তিন দিনের জন্য বিধায়ক রুমি নাথের স্বামী (বতর্মানে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে) জ্যাকি জাকিরকে নিজেদের জিম্মায় নিল গুয়াহাটি পুলিশ। এ দিকে, কুখ্যাত গাড়ি চোর অনিল চৌহানকে বিধানসভার কার পাস দেওয়ায় রুমির কাছে ব্যাখ্যা চেয়ে বিধানসভার স্পিকার যে চিঠি দিয়েছিলেন আজ ছিল তার জবাব দেওয়ার শেষ দিন। কিন্তু গ্রেফতারির ভয়ে কার্যত পলাতক বিধায়ক স্পিকারের নোটিশেরও এখনও জবাব দেননি।

করিমগঞ্জ থেকে গত কাল ধৃত জাকিরকে রাতেই গুয়াহাটি নিয়ে আসে পুলিশ। জাকির সাংবাদিকদের সামনে দাবি করেন, রুমিই তাঁর সঙ্গে অনিলের পরিচয় করিয়ে দেন। জন্মদিনে স্ত্রীর দেওয়া মহার্ঘ বিএমডব্লু গাড়িটি যে চুরির গাড়ি তাও তিনি জানতেন না। আজ আদালতেও জাকির বিচারককে একই কথা বলেন। সেই সঙ্গে জানান, গুয়াহাটির একটি বৈদ্যুতিন চ্যানেলের প্রধান সম্পাদক আগে গাড়িটির মালিক ছিলেন। তিনি ও রুমি সব কাগজপত্র-সহই গাড়িটি কিনেছিলেন। সেই সব নথি আদালতে জমা দেবেন বলেও জাকির জানান। তিনি দাবি করেন, স্ত্রীর সূত্রে অনিলকে চিনলেও গাড়ি চুরির ব্যাপারে তাঁর কোনও যোগ ছিল না। পুলিশ সাতদিনের জন্য জাকিরকে জিম্মায় চাইলেও তাঁর আইনজীবী বলেন, ‘‘গাড়ি চোর অনিল চৌহান সংক্রান্ত মামলার এফআইআরে জাকিরের নাম নেই। গাড়িটি তিনি নিজে কেনেননি। তদেন্ত সব রকম সহযোগিতা করতেও জাকির প্রস্তুত।’’ এরপর আদালত তাঁকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়। পুলিশ সূত্রে খবর, জাকির ও রুমি অনিলকে নিয়ে কোন কোন পুলিশকর্তা ও মন্ত্রীর কাছে গিয়েছিলেন তাও জানাবেন বলে জাকির তাঁদের জানিয়েছেন। জাকির জানিয়েছেন, তাঁরা গোপনে বিয়ে করার পর দ্বারকা নগরে অনিলের বাড়িতেই প্রথম গা ঢাকা দিয়েছিলেন।

এ দিকে, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে গাড়ি চোর অনিলকে তিন বার বিধানসভা চত্বরে ঢোকার কার পাস বের করে দিয়েছিলেন রুমি। এই তথ্য জানবার পরেই স্পিকার প্রণব গগৈ বিধানসভার প্রধান সচিব গৌরাঙ্গপ্রসাদ দাসকে তদন্তের জন্য নির্দেশ দেন। গৌরাঙ্গবাবু এই
বিষয়ে রুমির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। ৮ এপ্রিলের মধ্যে তার জবাব চাওয়া হয়। কিন্তু গৌরাঙ্গবাবু আজ বলেন, ‘‘আমার দফতরে রুমি নাথের কোনও উত্তর আসেনি।’’ বিধায়ক রুমি স্পিকারকে সরাসরি চিঠি পাঠাতে পারেন। স্পিকার প্রণব গগৈ বলেন, তিনি শিবসাগরে আছেন। চিঠির জবাব তিনিও পাননি। পাশাপাশি, প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্তও রুমির সঙ্গে অনিলের ঘনিষ্ঠতা নিয়ে ১০ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলে নোটিশ পাঠিয়েছেন। তার জবাব এখনও মেলেনি। অঞ্জনবাবু বলেন, ‘‘আইন আইনের মতো চলবে।’’ তিনি এও জানিয়ে রেখেছেন, ‘‘আগামী নির্বাচনে বর্তমান সব বিধায়ক টিকিট নাও পেতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।’’

অন্য দিকে, শিলচরে রুমির বাড়িতে তালা ঝুলছে। অনিলের সঙ্গে সম্পর্কের কথা প্রথম দু’দিন জোর গলায় অস্বীকার করার পরে, রুমি হঠাত্ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি করেন। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ। কার্যত অজ্ঞাতবাসে চলে যাওয়া বড়খলার বিধায়ক সম্পর্কে সকলেই অন্ধকারে। করিমগঞ্জে জাকিরের বাড়িতেও তালা। তাঁর পরিবার ঘরছাড়া। জাকিরের কাছ থেকে পুরনো গাড়ি কিনেছেন এমন ব্যক্তিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁর কাছ থেকে দুই ব্যক্তি একটি বিদেশি বাইক ও একটি যাত্রীবাহী গাড়ি কিনেছিলেন। তাঁরা সেগুলি জাকিরের বাড়িতে ফেরত দিয়ে গিয়েছেন। কিন্তু জাকিরগ্রেফতার হওয়ায় টাকা এখনও ফেরত পাননি। পাবেন কিনা তাও জানেন না।

Guwahati police Rumi Nath assembly speaker MLA Rajibaksha Raksit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy