Advertisement
E-Paper

বাণী বন্দনায় কেজরী সরকার, তীব্র আপত্তি বিদ্দজ্জনদের

সরস্বতী পুজো করবে অরবিন্দ কেজরীবালের সরকার। সরকারি খরচায়, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে। দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্র ঘোষণা করেছেন, ‘বড় আকারে’ এই পুজোর আয়োজন করা হচ্ছে। শনিবার সরস্বতী পুজো উপলক্ষ্যে সন্ধ্যায় গান গাইবেন শুভা মুদগল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭

সরস্বতী পুজো করবে অরবিন্দ কেজরীবালের সরকার। সরকারি খরচায়, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে। দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্র ঘোষণা করেছেন, ‘বড় আকারে’ এই পুজোর আয়োজন করা হচ্ছে। শনিবার সরস্বতী পুজো উপলক্ষ্যে সন্ধ্যায় গান গাইবেন শুভা মুদগল।

কিন্তু সরকারি খরচে রাজ্য সরকার কেন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে, তা নিয়ে প্রশ্ন তুলে আজ একশো জনেরও বেশি বিদ্বজ্জন বিবৃতি জারি করেছেন। আনন্দ পটবর্ধন, অমিত ভাদুড়ি, হর্ষ মন্দার, জন দয়ালের মতো বুদ্ধিজীবীদের বক্তব্য, ‘আমরা কোনও ধর্মীয় বিশ্বাসের বিরোধী নই। কিন্তু দিল্লি সরকারের এই সিদ্ধান্ত সংবিধানের বিরোধী। সরকার পুজো বা যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুযোগ-সুবিধার বন্দোবস্ত করতে পারে। তার বেশি নয়। এই প্রবণতা চলতে থাকলে তা মারাত্মক আকার নিতে পারে।’ দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্রর অবশ্য, মানুষের ইচ্ছে অনুযায়ীই এই সিদ্ধান্ত। এ’টি একটি সামাজিক অনুষ্ঠান। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। দিল্লির কংগ্রেস নেতা জে পি অগ্রবালের অভিযোগ, আসলে কেজরীবাল সরকার নিজের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এইসব করছে। বিজেপি নেতারা সরাসরি এর বিরোধিতা না করলেও বলেছে, তাঁরা সরকারি খরচের দিকে নজর রাখবেন।

puja delhi govt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy