Advertisement
০৫ মে ২০২৪
National News

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার গুলিতে নিহত ৬ লস্কর জঙ্গি, চলছে তল্লাশি অভিযান

ভোরের আলো ফুটতেই গোটা গ্রামকে ঘিরে ফেলে সেনা। যে বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা সেই বাড়ির কাছাকাছি আসতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১০:১৬
Share: Save:

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তীদের সঙ্গে সংঘর্ষে ছয় লস্কর জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সাত সকালের ঘটনা।

গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজবেহেরার সেকিপোরা গ্রামে অভিযান চালায় সেনা। ওই গ্রামেই একটি বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা। অভিযান চালানোর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনন্তনাগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

ভোরের আলো ফুটতেই গোটা গ্রামকে ঘিরে ফেলে সেনা। যে বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা সেই বাড়ির কাছাকাছি আসতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দফায় দফায় দু’পক্ষের মধ্যে সকাল থেকেই গুলির সংঘর্ষ হয়। ঘণ্টা দু’য়েক গুলির সংঘর্ষে ছয় জঙ্গির মৃত্যু হয়। আশপাশে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা।

চার দিন আগেই শোপিয়ানে সেনার গুলিতে চার জঙ্গির মৃত্যু হয়। সেই সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও তিন জওয়ান।

আরও পড়ুন: ‘আমি মারা গেলে এদের উপরে রাগ কোরো না’, বাবা-মাকে লেখা জনের শেষ চিঠি

আরও পড়ুন: পাক গুরুদ্বারে যেতে নয়া করিডর

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE