Advertisement
E-Paper

আবার দুর্ঘটনা রাজস্থানে, ‘মত্ত’ চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলেন একের পর এক গাড়িতে! মৃত অন্তত ১০

জানা গিয়েছে, জয়পুরের লোহামান্ডি রোডে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপরীত দিক থেকে আসা একের পর এক গাড়ি-বাইকে ধাক্কা দেয় সেটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৬:১৬
Several dead as truck driver drags vehicles for few km in Jaipur

জয়পুরে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।

আবার পথদুর্ঘটনা রাজস্থানে। এ বার জয়পুরে। একটি ট্রাক বেপরোয়া ভাবে গাড়ি, বাইক, পথচারীদের ধাক্কা মারতে মারতে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয়! ওই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ৫০ জনের বেশি আহত হয়েছেন।

জানা গিয়েছে, জয়পুরের লোহামান্ডি রোডে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপরীত দিক থেকে আসা একের পর এক গাড়ি-বাইকে ধাক্কা দেয় সেটি। কয়েকটিকে আবার টেনেহিঁচড়ে অনেকটা পথ নিয়ে যায় বলেও অভিযোগ। প্রায় পাঁচ কিলোমিটার এ ভাবেই যায় ট্রাকটি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ট্রাকের চালক মত্ত ছিলেন। সেই অবস্থায় ট্রাক চালানোয় বিপত্তি ঘটে। ট্রাকটি দ্রুতগতিতে ছিল। শেষে একটি বাজার এলাকায় এসে থামে সেটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থল থেকে আহত এবং নিহতদের উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসনিক কর্তা জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করার কাজ চলছে। যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গে। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে। তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা জানার জন্য তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

রবিবার রাতে রাজস্থানেই ঘটে আরও একটি দুর্ঘটনা। পুণ্যার্থীদের ছোট ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, পুলিশকে দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়। বাসের সিটে আটকে গিয়েছিল মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ। জোধপুরের নৈনচি এলাকার কয়েক জন ট্র্যাভেলার ভাড়া করে ২২০ কিলোমিটার দূরে বিকানেরের কোলায়াত মন্দিরে গিয়েছিলেন। সেখানে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। তার রেশ কাটতে না কাটতে এ বার জয়পুরের পথদুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Accident Rajasthan Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy