ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। উল্টে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে আট জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও ১৯ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার অগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে খবর, ৪০ জন যাত্রী নিয়ে লখনউ থেকে দিল্লি যাচ্ছিল একটি বাস। শুক্রবার সকালে অরাইয়া সীমানার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে যাওয়ার সময় জলের একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় বাসটি। দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। আসে দমকল এবং উদ্ধারকারী দল। তবে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে উদ্ধারকারী দল এসে বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনেন। তার পর সকলকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে আট জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
কনৌজের জেলাশাসক, পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন। তড়িঘড়ি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, কার গাফিলতি— সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কনৌজের পুলিশ সুপার অমিত কুমার।