Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

ফের জুতো কেজরীকে

আবার জুতো উড়ে এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দিকে। নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার জনসভা করছিলেন অরবিন্দ। হরিয়ানার রোহতকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযোগ, ‘‘নোট-বাতিল স্বাধীন ভারতের সব চেয়ে বড় কেলেঙ্কারি।’’

কেজরীবালকে জুতো ছোড়ায় অভিযুক্ত বিকাশকে নিয়ে যাচ্ছে পুলিশ। রবিবার হরিয়ানার রোহতকে। ছবি: পিটিআই

কেজরীবালকে জুতো ছোড়ায় অভিযুক্ত বিকাশকে নিয়ে যাচ্ছে পুলিশ। রবিবার হরিয়ানার রোহতকে। ছবি: পিটিআই

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:২৬
Share: Save:

আবার জুতো উড়ে এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের দিকে। নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার জনসভা করছিলেন অরবিন্দ। হরিয়ানার রোহতকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযোগ, ‘‘নোট-বাতিল স্বাধীন ভারতের সব চেয়ে বড় কেলেঙ্কারি।’’ তখনই উড়ে আসে জুতো। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই জুতো কেজরীর গায়ে লাগেনি। আর অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম বিকাশ। বয়স ২৬। জেরায় বিকাশ বলেন, শতদ্রু-যমুনা লিঙ্ক নিয়ে কেজরীর মন্তব্যে তিনি আঘাত পেয়েছেন। ওই লিঙ্ক হরিয়ানার স্বার্থ-বিরোধী। তবে ওই যুবকের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। কেজরীর অবশ্য দাবি, নরেন্দ্র মোদীই জুতো ছুড়তে লোক পাঠিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE