Advertisement
০২ মে ২০২৪
National News

ইনিই নাকি গুজরাত ভোটে কংগ্রেসের ‘সেরা’ মুখ

গুজরাতের ১৮২টি বিধানসভা আসনের জন্য ভোট হবে দু’দফায়, ৯ ও ১৪ ডিসেম্বর। ফল বেরবে ১৮ ডিসেম্বর। তার আগে দুই পক্ষেই চলছে টানটান স্নায়ুর লড়াই। সম্প্রতি কংগ্রেসের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে শ্বেতা ব্রক্ষ্মভটের নাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১৬:০২
Share: Save:
০১ ১০
জমে উঠেছে গুজরাতের ভোটের ময়দান। একদিকে নিজের জন্মস্থানের ভোটারদের মন পেতে উঠে পড়ে লেগেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গুজরাত ভোটকে পাখির চোখ করে কষে কোমর বেঁধেছে কংগ্রেসও। গুজরাতের ১৮২টি বিধানসভা আসনের জন্য ভোট হবে দু’দফায়, ৯ ও ১৪ ডিসেম্বর। ফল বেরবে ১৮ ডিসেম্বর। তার আগে দুই পক্ষেই চলছে টানটান স্নায়ুর লড়াই। সম্প্রতি কংগ্রেসের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে শ্বেতা ব্রহ্মভট্টের নাম।

জমে উঠেছে গুজরাতের ভোটের ময়দান। একদিকে নিজের জন্মস্থানের ভোটারদের মন পেতে উঠে পড়ে লেগেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গুজরাত ভোটকে পাখির চোখ করে কষে কোমর বেঁধেছে কংগ্রেসও। গুজরাতের ১৮২টি বিধানসভা আসনের জন্য ভোট হবে দু’দফায়, ৯ ও ১৪ ডিসেম্বর। ফল বেরবে ১৮ ডিসেম্বর। তার আগে দুই পক্ষেই চলছে টানটান স্নায়ুর লড়াই। সম্প্রতি কংগ্রেসের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে শ্বেতা ব্রহ্মভট্টের নাম।

০২ ১০
প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসার পর থেকেই নানা মহলে তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কে এই শ্বেতা?

প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসার পর থেকেই নানা মহলে তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কে এই শ্বেতা?

০৩ ১০
পেশায় তিনি একজন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট।

পেশায় তিনি একজন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট।

০৪ ১০
মণিনগর আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি।

মণিনগর আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি।

০৭ ১০
এরপর বেঙ্গালুরুর আইআইএম (ইন্ডিয়ান ইন্সটিটিউট অব বেঙ্গালুরু) থেকে ‘পলিটিক্যাল লিডারশিপ’ নিয়ে পড়াশোনা করেন তিনি।

এরপর বেঙ্গালুরুর আইআইএম (ইন্ডিয়ান ইন্সটিটিউট অব বেঙ্গালুরু) থেকে ‘পলিটিক্যাল লিডারশিপ’ নিয়ে পড়াশোনা করেন তিনি।

০৮ ১০
২০১২ সালে একবার নিজের ব্যবসা শুরু করার কথা ভেবেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ব্যবসা না করে রাজনীতিকেই পেশা হিসাবে বেছে নেন শ্বেতা।

২০১২ সালে একবার নিজের ব্যবসা শুরু করার কথা ভেবেছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ব্যবসা না করে রাজনীতিকেই পেশা হিসাবে বেছে নেন শ্বেতা।

০৯ ১০
ভোটে জিতে মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তার ওপর কাজ করতে চান শ্বেতা।

ভোটে জিতে মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তার ওপর কাজ করতে চান শ্বেতা।

১০ ১০
রাজনীতির আবহেই বড় হয়েছেন শ্বেতা। বাবা নরেন্দ্র ব্রহ্মভট্টও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০০ সালে আমদাবাদ পুরসভার ভোটে কংগ্রেসের টিকিটে লড়েও ছিলেন তিনি।

রাজনীতির আবহেই বড় হয়েছেন শ্বেতা। বাবা নরেন্দ্র ব্রহ্মভট্টও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০০ সালে আমদাবাদ পুরসভার ভোটে কংগ্রেসের টিকিটে লড়েও ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE