Advertisement
E-Paper

ছেলের স্বার্থে চামুণ্ডেশ্বরীতে লড়াই সিদ্দার

মাইসুরুর চামুণ্ডি শহরের মাথায় চামুণ্ডেশ্বরীর আদি মন্দির দ্বাদশ শতাব্দীতে হয়সালা রাজাদের আমলে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। পরে সপ্তদশ শতাব্দীতে বিজয়নগরের রাজারা নতুন মন্দির তৈরি করেন। মাইসুরুর রাজারা বরাবর এই মহা শক্তি পীঠে মাথা ঠুকে আশীর্বাদ চেয়েছেন। এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য কংগ্রেস নেতারা সেই চামুণ্ডেশ্বরীরই আশীর্বাদ চাইছেন।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ০৪:১৯
সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়া

ছেলেটাকে দেখো মা! আমাকেও খালি হাতে ফিরিও না!

সিদ্দারামাইয়া কি চামুণ্ডেশ্বরী দেবীর কাছে মনে মনে এই প্রার্থনাই করলেন?

মাইসুরুর চামুণ্ডি শহরের মাথায় চামুণ্ডেশ্বরীর আদি মন্দির দ্বাদশ শতাব্দীতে হয়সালা রাজাদের আমলে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। পরে সপ্তদশ শতাব্দীতে বিজয়নগরের রাজারা নতুন মন্দির তৈরি করেন। মাইসুরুর রাজারা বরাবর এই মহা শক্তি পীঠে মাথা ঠুকে আশীর্বাদ চেয়েছেন। এবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জন্য কংগ্রেস নেতারা সেই চামুণ্ডেশ্বরীরই আশীর্বাদ চাইছেন।

কারণ, নিজের জেতা আসন বরুণা ছেলে যতীন্দ্রের জন্য ছেড়ে দিয়ে এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী চামুণ্ডেশ্বরী কেন্দ্র থেকেই লড়ছেন। এবং কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন। সিদ্দারামাইয়ার প্রতিদ্বন্দ্বী তাঁর পুরনো বন্ধু ও সহযোদ্ধা জি টি দেবগৌড়া। জি টি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার আত্মীয় নন। তবে তাঁর দল জেডি (এস)-এরই বর্তমান বিধায়ক। ভোক্কালিগা সম্প্রদায়ের পুরো ভোটও তাঁর সঙ্গে।

জেডি(এস) ছেড়ে ২০০৬-এ কংগ্রেসে যোগ দেওয়ার আগে সিদ্দারামাইয়া এই চামুণ্ডেশ্বরী থেকেই সাতবার ভোটে লড়েছিলেন। প্রতিবারই জি টি দেবগৌড়া ছিলেন তাঁর প্রচার-ম্যানেজার। তাই বলে ৬৮ বছর বয়সে পুরনো বন্ধুকে মুখোমুখি লড়াইয়ে সামনে পেয়ে জি টি ছেড়ে কথা বলতে নারাজ। এক গাল হেসে বলছেন, “আমরা ঘনিষ্ঠ বন্ধু ছিলাম ঠিকই। কিন্তু মুখ্যমন্ত্রীকে হারাতে পারলে মজাই আলাদা”।

এই চাপের মুখেই ১২ মে-র ভোটের আগে শেষ রবিবার চামুণ্ডেশ্বরীতে প্রচারে সিদ্দারামাইয়াকে মাইসুরু উড়ে আসতে হয়েছে। বিজেপি মুখপাত্র শান্তারামের কটাক্ষ, “চামুণ্ডেশ্বরীতে জয় নিশ্চিত নয় বলেই উত্তর কর্নাটকের বাদামিতে গিয়ে দ্বিতীয় আসনে লড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে।’’

সিদ্দারামাইয়া কর্নাটকের বৃহত্তম ওবিসি-ভুক্ত সম্প্রদায় কুরুবাদের নেতা। চামুণ্ডেশ্বরীতে কুরুবাদের সংখ্যা যথেষ্ট হলেও, দেবগৌড়াদের নিজস্ব ভোটব্যাঙ্ক ভোক্কালিগা সম্প্রদায়ের তুলনায় অনেক কম।

বাদামিতে কুরুবারাই সংখ্যাগরিষ্ঠ। কর্নাটক প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক সৈয়দ মইনুদ্দিনের যুক্তি, “বাদামিতে মুখ্যমন্ত্রী জিতছেনই। চামুণ্ডেশ্বরী কঠিন লড়াই। তবে বেরিয়ে যেতে পারে।” চামুণ্ডেশ্বরী-জয় নিশ্চিত করতে কুরুবার পাশাপাশি মুসলিম, ক্রিশ্চান ভোটব্যাঙ্ক এককাট্টা করতে মাঠে নেমেছেন মইনুদ্দিন।

এদিকে বিজেপি প্রচার করছে, সিদ্দারামাইয়া না কি প্রায়ই সরকারি অনুষ্ঠানের মধ্যে ঘুমিয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর নানা ঘুমের দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করেছে তারা। সিদ্দারামাইয়া তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বড় ছেলে রাকেশকে রাজনৈতিক উত্তরসূরি বেছেছিলেন। কিন্তু দু’বছর আগে রাকেশের মৃত্যুর পর ছোট যতীন্দ্রকে রাজনীতিতে দাঁড় করিয়ে যেতে চান। ছেলেকে সহজ আসন ছেড়ে দিয়ে নিজে বেছেছেন কঠিন লড়াই।

দেবী চামুণ্ডেশ্বরীর আশীর্বাদই কি ভরসা? সিদ্দারামাইয়া হেসে বলেন, “আমি ভগবানে অবিশ্বাস করি, তা নয়। কিন্তু তাই বলে রোজ পুজো করি না। রোজ মন্দিরেও যাই না”।

Karnataka Assembly Election 2018 Siddaramaiah Chamundeshwari Yathindra Siddaramaiah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy