Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Snake

মিড ডে মিলের খাবারে সাপ!

মিড ডে মিলে সাপ! এমনিতেই নানা সমস্যা নিয়ে দেশের কয়েক’শো স্কুলে চালু রয়েছে মিড ডে মিল। কোথাও স্থায়ী রান্নাঘর নেই। কোথাও রান্নার বা খাবার জলের ব্যাপক সমস্যা রয়েছে। এর সঙ্গেই রয়েছে মিড ডে মিলের খাবারের মান নিয়ে নানা অভিযোগ।

মিড ডে মিলে সাপ! ছবি: সংগৃহীত।

মিড ডে মিলে সাপ! ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মে ২০১৭ ১৫:৫৭
Share: Save:

মিড ডে মিলে সাপ!

এমনিতেই নানা সমস্যা নিয়ে দেশের কয়েক’শো স্কুলে চালু রয়েছে মিড ডে মিল। কোথাও স্থায়ী রান্নাঘর নেই। কোথাও রান্নার বা খাবার জলের ব্যাপক সমস্যা রয়েছে। এর সঙ্গেই রয়েছে মিড ডে মিলের খাবারের মান নিয়ে নানা অভিযোগ। কিন্তু এ বার মিড ডে মিলের খাবার থেকে মিলল ছোট মাপের সাপ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ফরিদাবাদের রাজকীয় গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিড ডে মিলে মিলেছে একটি ছোট মাপের সাপ। বিষয়টি নজরে আসা মাত্রই মিড ডে মিলের খাবার ফেলে দেওয়া হয়। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষাকর্মী ও ছ’জন ছাত্রী। অসুস্থদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

খাবারের মধ্যে সাপ এলো কী করে? স্কুলের রান্নার দায়িত্বে থাকা ইসকন ফুড রিলিফ ফাউন্ডেশন-এর কাছ থেকেও এই ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের কাছ থেকে ঘটনার সবিস্তার তথ্য তলব করেছেন স্থানীয় জেলা প্রশাসক।

আরও পড়ুন...
স্ত্রীকে খুনের দায়ে জেল খাটছেন যুবক, দিব্যি সংসার করছেন স্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snake mid-day meal government school Faridabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE