Advertisement
১৭ মে ২০২৪

দাউদের সঙ্গে যোগাযোগ রয়েছে মুম্বই পুলিশের!

মুম্বই পুলিশের বেশ কিছু অফিসারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে দাউদ ইব্রাহিমের। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ইন্দোনেশিয়ায় ধৃত মাফিয়া ডন ছোটা রাজন। তাঁর আরও অভিযোগ, তাঁকে দাউদ ইব্রাহিমের সঙ্গে গুলিয়ে ফেলছে মুম্বই পুলিশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ১১:০২
Share: Save:

মুম্বই পুলিশের বেশ কিছু অফিসারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে দাউদ ইব্রাহিমের। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ইন্দোনেশিয়ায় ধৃত মাফিয়া ডন ছোটা রাজন। তাঁর আরও অভিযোগ, তাঁকে দাউদ ইব্রাহিমের সঙ্গে গুলিয়ে ফেলছে মুম্বই পুলিশ। দাউদ এক জন দেশদ্রোহী, গ্যাংস্টার। আর তিনি এক জন ‘দেশপ্রেমিক’। তাই দাউদের মতো এক জনের সঙ্গে তাঁকে এক সারিতে রাখা ঠিক নয় বলে দাবি করলেন মাফিয়া ডন ছোটা রাজন।

সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে অথবা বুধবার সকালে ভারতে এসে পৌঁছনোর কথা ইন্দোনেশিয়ায় ধৃত ছোটা রাজনের। হস্তান্তর সম্পর্কিত জটিলতা ইতিমধ্যেই বেশির ভাগ কেটে গিয়েছে বলে জানা গিয়েছে। ইন্দোনেশিয়া সরকারের কাছে এই সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন ভারতীয় প্রতিনিধিরা। মঙ্গলবার বালিতে রাজন অভিযোগ করেন, “মুম্বই পুলিশের কিছু অফিসার আমাকে দাউদ ইব্রাহিমের সঙ্গে মিলিয়ে ফেলছে। এঁদের মধ্যে বেশ কয়েক জনের সঙ্গে যোগাযোগ রয়েছে দাউদ ইব্রাহিমের। আমার উপর অত্যাচার করেছে মুম্বই পুলিশ। আমি অবিলম্বে ভারতে ফিরতে চাই। সরকার যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যেতে প্রস্তুত। আমি শুধু ন্যায়বিচার চাই। দাউদের বিরুদ্ধে লড়াই করতে চাই।”

দিন দশেক আগে অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে বালিতে গ্রেফতার হন এই মাফিয়া ডন। এর পর থেকেই রাজনকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chota rajan dawood ibrahim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE