Advertisement
২৮ মার্চ ২০২৩
Unsung Princesses

মেয়েদের ‘শিক্ষার অধিকার’ নিয়ে প্রচারে সৌরভ

শিশু কন্যাদের স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দেশ জুড়ে এক বিশেষ প্রচার অভিযানে নামল চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই)। সংস্থার আশা, এর ফলে প্রায় ১ লাখ ২১ হাজার শিশু কন্যা তাদের শিক্ষার অধিকার ফিরে পাবে। তাদের নয়া উদ্যোগের নাম ‘স্কুলের অধিকার’। আর সেই উদ্যোগে এ বার সামিল হলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সংগৃহীত।

প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৭
Share: Save:

শিশু কন্যাদের স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দেশ জুড়ে এক বিশেষ প্রচার অভিযানে নামল চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই)। সংস্থার আশা, এর ফলে প্রায় ১ লাখ ২১ হাজার শিশু কন্যা তাদের শিক্ষার অধিকার ফিরে পাবে। তাদের নয়া উদ্যোগের নাম ‘স্কুলের অধিকার’। আর সেই উদ্যোগে এ বার সামিল হলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

ক্রাইয়ের মতে, স্কুলে যাওয়ার অধিকার সকলের। কিন্তু, এ দেশের বহু মেয়েই শিক্ষার সেই অধিকার থেকে বঞ্চিত। কারণ, তাদের কন্যা-পরিচয়। এখনও এ সমাজের অনেকে মেয়েদের থেকে ছেলেদের শিক্ষার বিষয়ে এগিয়ে রাখেন। তাদের স্কুলে পাঠাতে অনেক ক্ষেত্রেই অনীহা দেখা যায়। এ বার মেয়েদের স্কুলে পাঠানোকে অগ্রাধিকার দিতে উদ্যোগি হল ‘ক্রাই’।

আরও খবর
ভুল খবরে আইপিএল নিলাম থেকেই বাদ গেলেন হরপ্রীত সিংহ

সেই উদ্যোগের সঙ্গেই নিজেকে জড়িয়েছেন সৌরভ। বৃহস্পতিবার ওই প্রচার অভিযানে নেমে তিনি বলেন, ‘‘আমার মতে, আধুনিক পৃথিবীতে একটি মেয়েকেই সবচেয়ে সুন্দর বলা যায়। তা সে মা হোক বা সন্তান। আমি নিজেও সানার মতো মেয়ের বাবা হিসাবে ভীষণ গর্বিত।’’ পাশাপাশি তিনি সমাজের বাস্তবটা ছবিটাও তুলে ধরেন। তাঁর কথায়, ‘‘এটা সত্যি যে, সমাজের বেশির ভাগ কন্যা সন্তানই গ্রামে থাকে। এমন অনেক জায়গা আছে, যেখানে স্কুলের সেরা পরিষেবাটা তারা পায় না।’’ এর পরেই সৌরভ বলেন, ‘‘শিশু কন্যারা যাতে স্কুল বা সামাজিক জীবনে সেরা সুযোগটা পায় সেটা নিশ্চিত করাটা আমাদের কর্তব্য। যাতে তারা স্কুল থেকে মুখ ফিরিয়ে শিক্ষা বিষয়টি থেকেই হারিয়ে না যায়।’’

Advertisement

সৌরভের মতো সেলেব্রিটি এমন উদ্যোগে সামিল হওয়ায় পরিস্থিতিটা পাল্টাবে বলে আশা ক্রাই-এর। সংস্থার তরফে বত্সলা মামগেইন বলেন, ‘‘সমাজের একটা অংশের ধারণা, শিশু কন্যা তেমন মহার্ঘ নয়। তবে, সৌরভের মতো মানুষ যখন এমন ভাবনা চিন্তায় বদল আনতে সচেষ্ট হন তখন সেটা একটা পার্থক্য গড়ে দেয়। প্রকৃত শিক্ষাই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.