E-Paper

উল্লেখ নেই, এসপি ও কংগ্রেসের প্রশ্ন ওবিসি-গণনা নিয়ে

কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধী জাতগণনার দাবি তুলেছিলেন। তাঁর যুক্তি ছিল, দেশের ওবিসি-দের সংখ্যা জনসংখ্যার ভাগ কত এবং সেই অনুপাতে দেশের সম্পদ ওবিসি-দের কাছে রয়েছে কি না, তা জানা দরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:৫৭

—প্রতীকী চিত্র।

নরেন্দ্র মোদী সরকার জনগণনার সঙ্গেই জাতগণনার ঘোষণা করেছে। কিন্তু আদতে জাতগণনার সঙ্গে দেশের অনগ্রসর শ্রেণি বা ওবিসি-দের আর্থ-সামাজিক পরিস্থিতি প্রকাশ্যে আনতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও কংগ্রেস অভিযোগ তুলেছে, মোদী সরকার জাতগণনার প্রথম দফায় গৃহতালিকা তৈরির জন্য যে প্রশ্নপত্র তৈরি করেছে, তাতে ওবিসিদের বিষয়ে কোনও উল্লেখ নেই। গত সপ্তাহেই জনগণনার প্রথম দফার জন্য প্রশ্নমালার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পর্বে মূলত পরিবারের প্রধান ও তাঁর বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে আগের মতোই পরিবারের প্রধান তফসিলি জাতি, জনজাতি না কি অন্য কিছু, সেই প্রশ্ন করা হচ্ছে। কিন্তু এই ‘অন্য কিছু’ বলতে তিনি উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটেগরি নাকি ওবিসি, তা জানতে চাওয়া হচ্ছে না।

কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধী জাতগণনার দাবি তুলেছিলেন। তাঁর যুক্তি ছিল, দেশের ওবিসি-দের সংখ্যা জনসংখ্যার ভাগ কত এবং সেই অনুপাতে দেশের সম্পদ ওবিসি-দের কাছে রয়েছে কি না, তা জানা দরকার। কারণ ওবিসি-দের সংখ্যা দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি বলে অনুমান। অথচ তাঁদের জন্য মাত্র ২৭ শতাংশ সংরক্ষণের বন্দোবস্ত রয়েছে। এই চাপের মুখে মোদী সরকার প্রথমে বিরোধিতা করলেও পরে জাতগণনার দাবি মেনে নিয়েছিল। কিন্তু তার বাস্তবায়ন শুরু হতেই মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, ওবিসি-দের জনসংখ্যায় ভাগ, দেশের সম্পদে তাঁদের ভাগ প্রকাশ হলে নিজের ওবিসি পরিচিতির ভিত্তিতে ভোট দাবি করা নরেন্দ্র মোদী বিপাকে পড়ে যাবেন।

এসপি-প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, জনগণনার বিজ্ঞপ্তিতে জাতের সারণিই নেই। কী ভাবে গণনা হবে? জাতগণনাও মোদী সরকারের একটা ‘জুমলা’। বিজেপির সমীকরণ হল, জাতগণনা করবে না, ওবিসি-দের জনসংখ্যার অনুপাতে সংরক্ষণও দেওয়া হবে না। এটা অনগ্রসর, দলিত ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজ কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, জনগণনার প্রথম ধাপ গৃহতালিকা তৈরি ও গৃহগণনার ক্ষেত্রে যে প্রশ্নমালা তৈরি হয়েছে, তার ১২ নম্বর প্রশ্নে পরিবারের প্রধান ওবিসি বা জেনারেল ক্যাটেগরি কি না, তা জানতেই চাওয়া হচ্ছে না। শুধু তফসিলি জাতি, জনজাতি কি না, সেটাই আগের মতো জানতে চাওয়া হচ্ছে। এর ফলে মোদী সরকারের জাতগণনার প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কংগ্রেস নেতার অভিযোগ, অতীতে মোদী সরকার ২০২১ সালে লোকসভায় প্রশ্নের উত্তরে, তার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জাতগণনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রধানমন্ত্রী ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে সাক্ষাৎকারে বলেছিলেন, শহুরে নকশাল মানসিকতার ব্যক্তিরাই জাতগণনা চায়। তার পরে লোকসভা নির্বাচনে আসন কমে যাওয়ার পরে ডিগবাজি খেয়ে জাতগণনা মেনে নিতে বাধ্য হয় মোদী সরকার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Samajwadi Party

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy