দেশ জুড়ে স্পাইসজেট বিমান পরিষেবায় বিভ্রাট। আর তার জেরে যাত্রীদের প্রবল ক্ষোভ সামলাতে ‘র্যানসমওয়্যার’ (কম্পিউটার ভাইরাস) হামলার দোহাই দিল বিমান সংস্থাটি। এখন পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি করলেও, নেটমাধ্যম ভেসে যাচ্ছে ওই সংস্থার বিমানে ঠায় বসে থাকা যাত্রীদের ক্ষোভের বহিঃপ্রকাশে।
বুধবার সকাল থেকেই স্পাইসজেটের একাধিক বিমান ছাড়তে বিলম্ব হয়। এতে বেজায় সমস্যায় পড়েন বহু যাত্রী। প্লেনের মধ্যে একটানা বসে থাকতে থাকতে বিরক্ত যাত্রীরা ক্ষোভ উগরে দেন নেটমাধ্যমে। হইচই শুরু হতেই নড়েচড়ে বসে বিমান সংস্থা। জারি করে বিবৃতি। তাতে দাবি করা হয়, একটি ‘র্যানসমওয়্যার’ হামলার চেষ্টা হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
বিমান সংস্থাটি তাদের বিবৃতিতে দাবি করে, ‘স্পাইসজেটের কিছু প্রক্রিয়ায় গতকাল রাতে ‘র্যানসমওয়্যার’ হামলার প্রচেষ্টা হয়েছিল। তার জেরে আজ সকালে উড়ান পরিষেবা প্রভাবিত হয়। আমাদের তথ্যপ্রযুক্তি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন সব স্বাভাবিক।’