Advertisement
১৭ মে ২০২৪
Coronavirus in India

কোভিড নিয়ে নানা সুপারিশ স্থায়ী কমিটির

যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবীর উপরে পরীক্ষার পরে তবেই কোনও প্রতিষেধককে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫
Share: Save:

যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবীর উপরে পরীক্ষার পরে তবেই কোনও প্রতিষেধককে জরুরি ভিত্তিতে জনগোষ্ঠীতে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করল স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। আজ ওই কমিটির পক্ষ থেকে ‘কোভিড ব্যবস্থাপনা ও রাজ্যের সঙ্গে সমন্বয়’ নামে একটি রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে জমা দেন ওই কমিটির চেয়ারম্যান রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা।

অতীতে কোনও প্রতিষেধককে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয়নি কেন্দ্র। তাই যথেষ্ট প্রাণী ও মানব দেহে প্রতিষেধক প্রয়োগ ও নির্দিষ্ট সময়ের পরে যদি ইতিবাচক ফলাফল আসে, তবেই গণটিকাকরণের জন্য সেটিকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। তবে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ মানাটা আবশ্যিক নয়। রিপোর্টে কোভিডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করার জন্য বিস্তারিত পরিকল্পনা রচনার সুপারিশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কোভিড অতিমারি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামোর বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সেই কারণে কমিটির পক্ষ থেকে কম খরচে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে অতিমারির সময়ে যাবতীয় দায়ভার সরকারি পরিষেবার উপরে এসে না পড়ে। একই সঙ্গে দেশের পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের উপরে সরকারকে সুপারিশ করা হয়েছে। কমিটির মতে, পরিযায়ীদের সম্পর্কে সরকারের কাছে পরিসংখ্যান না থাকায় তাদের চিহ্নিত করে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সমস্যায় পড়তে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India Covid Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE