Advertisement
০১ জুন ২০২৪
ICC Ranking

বিশ্বকাপের আগে শীর্ষে সূর্যই, আইপিএলে খারাপ খেললেও ক্রমতালিকায় প্রথম দশে হার্দিক

বিশ্বকাপের আগে আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। ভাল জায়গায় রয়েছেন হার্দিক পাণ্ড্যও।

cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১১:৫০
Share: Save:

এক নম্বর ব্যাটার হিসাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন সূর্যকুমার যাদব। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার। আইপিএলে খারাপ খেললেও আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় ভাল জায়গায় রয়েছেন হার্দিক পাণ্ড্যও।

নতুন তালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষে থাকা সূর্যের রেটিং ৮৬১। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং ৮০২। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও ভাল খেলেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান। চার নম্বরে রিজ়ওয়ানের সতীর্থ বাবর আজ়ম। তাঁদের রেটিং যথাক্রমে ৭৮১ ও ৭৬১। পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর রেটিং ৭৫৫। প্রথম দশে ভারতের আরও এক ব্যাটার রয়েছেন। ৭১৪ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষেই রয়েছে শাকিব আল হাসান। তাঁর রেটিং ২২৮। কিন্তু এখন আর একক ভাবে শীর্ষে নেই তিনি। বাংলাদেশের ক্রিকেটারকে ছুঁয়ে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁর রেটিংও ২২৮। তিন নম্বরে রয়েছেন মহম্মদ নবি। আফগান ক্রিকেটারের রেটিং ২১৮। চার নম্বরে জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। তাঁর রেটিং ২১০। পাঁচ নম্বরে রয়েছেন মার্করাম। তাঁর রেটিং ২০৫। এই তালিকায় ভারতের একমাত্র ক্রিকেটার হার্দিক। ১৮৫ রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি। অথচ গত বছর দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে ফিরে আইপিএলেও খুব একটা ভাল খেলতে পারেননি। কিন্তু আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন হার্দিক।

বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর রেটিং ৭২৬। দ্বিতীয় স্থানে হাসরঙ্গ। তাঁর রেটিং ৬৮৭। ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন ৬৬৪ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন। ভারতের দু’জন ক্রিকেটার রয়েছে তালিকায়। চার নম্বরে থাকা অক্ষর পটেলের রেটিং ৬৬০। ষষ্ঠ স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর রেটিং ৬৫৯। একই রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE