Advertisement
১৯ মে ২০২৪

সিবিআই অধিকর্তার হলফনামা চায় রাজ্য

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি তুলল, সিবিআই ডিরেক্টরকেই ওই হলফনামা জমা দিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৪:৩৬
Share: Save:

রাজীব কুমার মামলায় নতুন দাবি করল রাজ্য সরকার।

শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ সিবিআই সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়ার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মন্তব্য করেছিলেন, ওই রিপোর্টে গুরুতর অভিযোগ রয়েছে এবং সিবিআই কিছু দাবি করেছে। প্রধান বিচারপতি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন, হলফনামা দিয়ে সেই অভিযোগ এবং দাবি জানাতে হবে।

কিন্তু এরই মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি তুলল, সিবিআই ডিরেক্টরকেই ওই হলফনামা জমা দিতে হবে। কারণ, রাজীব কুমারের বিরুদ্ধে সারদা-রোজ ভ্যালি তদন্তের প্রামাণ্য নথি লোপাটের অভিযোগ তুলেছিল সিবিআই। সুপ্রিম কোর্ট সিবিআই ডিরেক্টরকে তা নিয়ে হলফনামা দিতে বলে। রাজ্যের যুক্তি, সিবিআইয়ের প্রথম অভিযোগ থেকে সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্ল অনেকটাই সরে এসেছিলেন। ডিরেক্টরের হলফনামায় সুর নরম ছিল, রাজীবের বিরুদ্ধে অভিযোগও ছিল লঘু। ফলে রাজ্যের দাবি, শিলংয়ে রাজীবকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই যে অভিযোগ এনেছে এবং যে দাবি করছে, তা নিয়ে ডিরেক্টরকেই হলফনামা দিতে বলা হোক। রাজ্য সরকার সূত্রের খবর, গত ২৮ মার্চ এ বিষয়ে অন্তর্বর্তী আর্জি জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের প্রধান অভিযোগ ছিল, তিনি সারদা মামলার প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন-দেবযানী মুখোপাধ্যায়ের সম্পূর্ণ ‘কল ডিটেল রেকর্ডস’ সিবিআইকে দেননি। এ বিষয়ে দু’টি মোবাইল পরিষেবা সংস্থার বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই। সুপ্রিম কোর্ট ওই দু’টি সংস্থার বক্তব্য জানতে চেয়েছিল। সোমবার সেই মামলার শুনানি রয়েছে। একইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের নতুন আর্জি নিয়েও ফয়সালা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Kumar CBI Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE