Advertisement
০৪ মে ২০২৪

ঝড়ে বিধ্বস্ত গুয়াহাটি

আধঘণ্টার ঝোড়ো তান্ডব। তাতেই বিপর্যস্ত শহর গুয়াহাটি। গত কাল রাতে গুয়াহাটিতে প্রবল ঝড় হয়। সঙ্গে ছিল তুমুল বর্ষণ। ঝড়ের বেগ সবচেয়ে বেশি ছিল গুয়াহাটির শুক্রেশ্বর মন্দির, দিঘলীপুখুরি, উজান বাজার, খারগুলি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:২৮
Share: Save:

আধঘণ্টার ঝোড়ো তান্ডব। তাতেই বিপর্যস্ত শহর গুয়াহাটি। গত কাল রাতে গুয়াহাটিতে প্রবল ঝড় হয়। সঙ্গে ছিল তুমুল বর্ষণ। ঝড়ের বেগ সবচেয়ে বেশি ছিল গুয়াহাটির শুক্রেশ্বর মন্দির, দিঘলীপুখুরি, উজান বাজার, খারগুলি এলাকায়। ঝড়ে বহু গাছ উপড়ে পড়ে। ব্রহ্মপুত্রের লাগোয়া ওই এলাকার গাছগুলিতে বহু পাখপাখালির বাসা ছিল। ছিল বকেদের বড় আস্তানা। গাছ পড়ে অনেক বকের মৃত্যু হয়। বেঁচে থাকা বকদের উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠানো হয়। সকাল থেকে ওই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ পড়ে বহু স্থানে বিদ্যুতবাহী তার ছিঁড়ে যাওয়ায় বহু এলাকায় রাত থেকেই বিদ্যুত ছিল না। আজ সন্ধ্যা অবধি পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রশাসন গোটা এলাকার বিদ্যুত্ পরিবহণ বন্ধ রেখে গাছ কাটা ও সাফ করার কাজ চালায়। গাছ পড়ে সার্কিট হাউস-সহ বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

storm guwahati rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE