ঘরছা়ড়া হতে চলেছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি। বাড়ির মালিককে হেনস্থা করার অপরাধে এই বছরের মধ্যেই তাঁকে বাড়ি ছা়ড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ‘‘আপনি এক জন বড় মানুষ। আপনি একটা ফ্ল্যাট কিনতে পারেন। আপনার আচরণ মেনে নেওয়া যায় না।’’
প্রায় তিন দশক ধরে বাড়িওয়ালার সঙ্গে মামলা চলছে পাঞ্চোলির। গত মাসে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বম্বে হাই কোর্ট। সেই সঙ্গেই বাড়ির মালিককে এরিয়ার হিসেবে ১৩ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাঞ্চোলি।
১৯৬০-এ জুহুর এই বাংলো ভাড়া নিয়েছিলেন আদিত্য পাঞ্চলির বাবা। সেই সময় ভা়ড়া ছিল মাসিক ১৫০ টাকা। ১৯৭৭-এ বহু মাসের ভাড়া বাকি থাকার অভিযোগে মামলা করেন বাড়ির মালিক তারাবাই হাতে। ভাড়া মেটানোর কোনও নোটিস পাননি বলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন পাঞ্চোলি। সেই মামলাও খারিজ হয়ে গিয়েছে।
গত কয়েক বছর ধরেই কোনও না কোনও বিতর্কিত বিষয়ে বার বার শিরোনামে উঠে এসেছে পাঞ্চলি পরিবার। ২০১৩-এ অভিনেত্রী জিয়া খানকে খুনের মামলা চলছে আদিত্যর ছেলে সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। এর মধ্যেই চলতি বছরে ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন সুরজ।