সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সিবিআই প্রধান অলোক বর্মা দুর্নীতি মামলার শুনানি। আগামী ২৯ নভেম্বর এই মামলার শুনানি হবে। সংবাদমাধ্যমে সিভিসি রিপোর্ট ‘ফাঁস’ হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হলেও তা মাঝপথেই বন্ধ করে দেয় সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি রঞ্জন গগৈয়ের মন্তব্য, “আমরা মনে করি না, আপনারা কেউই শুনানির যোগ্য।”
গত শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট সিবিআই-সহ সিভিসি রিপোর্টের গোপনীয়তা বজায় রাখার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। একটি মুখবন্ধ খামে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে একটি নিউজ পোর্টালে ওই রিপোর্টের অংশবিশেষ ‘ফাঁস’ হয়ে যায়। তাতে সিভিসি-কে দেওয়া অলোক বর্মার উত্তর প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এ নিয়ে অলোক বর্মার আইনজীবী ফলি নরিম্যানের কাছে জবাবও তলব করেন তিনি। নরিম্যানও জানান, সংবাদমাধ্যমে ওই রিপোর্ট ‘ফাঁস’ হয়ে যাওয়ায় তিনি ‘শকড’। ওই নিউজ পোর্টালের সংশ্লিষ্ট সাংবাদিকদের আদালতে তলব করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।
অলোক বর্মার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। আস্থানার বিরুদ্ধেও ওই একই অভিযোগ ছিল। এ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের পর অলোক বর্মা এবং রাকেশ আস্থানা, দু’জনেরই অপসারিত করে বাধ্যতামূলক ভাবে ছুটিতে পাঠানো হয়।