সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী লিভ-ইন করতেই পারেন, পুরুষের বয়স ২১-এর কম হলেও।
এই রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতে বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বৈধ বয়স ২১ আর মহিলাদের ক্ষেত্রে তা ১৮ বছর।
কেরলের ২০ বছর বয়সী তুষারার সঙ্গে গত বছর বিয়ে নন্দকুমারের। বিয়ের সময় নন্দকুমারের বয়স ছিল ২১-এর কম। ওই বিয়ের পরেই তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে, এই অভিযোগে একটি মামলা দায়ের করেন তুষারার বাবা। সেই মামলায় গত বছর কেরল হাইকোর্ট ওই বিয়েকে অবৈধ ঘোষণা করে তুষারাকে তাঁর পিত্রালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।